শিরোনাম
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত দুর্নীতির অভিযোগ অভিযুক্ত নিউ ইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী প্রতিবাদী বিক্ষোভ বিএসএফের প্রধান ও উপ-প্রধান পদচ্যুত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 October, 2018 01:04

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
বিজয়ের পর বাংলাদেশ দল
স্পোর্টস ডেস্ক :

প্রথম সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ভুটানের থিম্পু স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৭টায় শুরু হওয়া এই ম্যাচে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের কিশোরীরা।

ম্যাচে দুপক্ষই একাধিকবার চেষ্টার পরও প্রথমার্ধ্বে কোনো গোল করতে পারেনি। ম্যাচের মাত্র ৩ মিনিটেই প্রথম ফ্রি কিক আসে বাংলাদেশের পক্ষে। কিন্তু সে সুযোগ কাজে লাগাতে দেয়নি নেপালের ডিফেন্ডাররা। 

একই মিনিটে নেপাল প্রথম সুযোগ পায় গোলের কিন্তু বাংলাদেশের গোলরক্ষকের দক্ষতায় তা সম্ভব হয়নি। ৭ম মিনিটে সুযোগ আসে বাংলাদেশেরও। কিন্তু ভালো ফিনিশ না হয় হওয়ায় গোলের সুযোগ হারাতে হয়। এভাবেই দুই পক্ষের একাধিক সুযোগ হারানোর মধ্য দিয়েই শেষ হয় প্রথমার্ধ্ব।

কিন্তু দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে বাংলাদেশ যেনো আরও একটু আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯ মিনিটে মাসুরা পারভিনের দারুণ এক শটে গোল জালে পাঠতে কোনো বেগ পেতে হয়নি। 

এরপরও সুযোগ পায় বাংলাদেশ কিন্তু গোলের দেখা আর পায়নি কৃষ্ণা-সানজিদারা। 

তাই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে শিরোপা জয়ের জন্য মাসুরার এই একটি গোলই যথেষ্ট ছিল।

উপরে