শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 November, 2018 02:58

শেষবারের মতো মাঠে নামছেন রুনি

শেষবারের মতো মাঠে নামছেন রুনি
স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডের হয়ে ফুটবল মাঠে ফিরতে চলেছেন ওয়েন রুনি৷ প্রায় দু’বছর ধরে থ্রি লায়ন্সদের জাতীয় দলের বাইরে রয়েছিলেন এই ফরোয়ার্ড৷ ইংলিশদের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারকে বিদায়ী সংবর্ধনা দিতেই তাকে দলে রেখেছে দেশটির ফুটবল বোর্ড। 

ইংলিশদের দায়িত্ব বুঝে নেয়ার পর কোচ গ্যারেথ সাউথগেট কখনওই রুনিকে নিজের পছন্দের তালিকায় রাখেননি। এতেই জাতীয় দলে ফেরার দরজাটা বন্ধ হয়ে যায়। আর তাই গেল বছর আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন রুনি। এবার এই ম্যাচের মাধ্যমে মাঠে ফিরেই আনুষ্ঠানিক ভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন ৩৩ বছর বয়সী তারকা। 

আগামী ১৫ নভেম্বর ইংল্যান্ডের জার্সিতে শেষবার বারের মতো মাঠে নামতে চলেছেন রুনি। লন্ডনের ঐতিহাসিক মাঠ ওয়েম্বলিতে আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামবেন তিনি। ম্যাচটি থেকে প্রাপ্ত অর্থ রুনির স্বেচ্ছ্বাসেবী সংস্থাকে দান করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

পেশাদার ফুটবল চালিয়ে গেলেও ইংলিশ প্রিমিয়র লিগকে আগেই বিদায় জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড৷ রুনি বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারে ওয়াশিংটনের ডিসি ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন। 

২০০৩ সালে জাতীয় দলের হয়ে খেলতে নামার পর ১০৩ ম্যাচে ৫৩ গোল করেছেন এই তারাকা।

উপরে