শেষবারের মতো মাঠে নামছেন রুনি
ইংল্যান্ডের হয়ে ফুটবল মাঠে ফিরতে চলেছেন ওয়েন রুনি৷ প্রায় দু’বছর ধরে থ্রি লায়ন্সদের জাতীয় দলের বাইরে রয়েছিলেন এই ফরোয়ার্ড৷ ইংলিশদের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরারকে বিদায়ী সংবর্ধনা দিতেই তাকে দলে রেখেছে দেশটির ফুটবল বোর্ড।
ইংলিশদের দায়িত্ব বুঝে নেয়ার পর কোচ গ্যারেথ সাউথগেট কখনওই রুনিকে নিজের পছন্দের তালিকায় রাখেননি। এতেই জাতীয় দলে ফেরার দরজাটা বন্ধ হয়ে যায়। আর তাই গেল বছর আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন রুনি। এবার এই ম্যাচের মাধ্যমে মাঠে ফিরেই আনুষ্ঠানিক ভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন ৩৩ বছর বয়সী তারকা।
আগামী ১৫ নভেম্বর ইংল্যান্ডের জার্সিতে শেষবার বারের মতো মাঠে নামতে চলেছেন রুনি। লন্ডনের ঐতিহাসিক মাঠ ওয়েম্বলিতে আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামবেন তিনি। ম্যাচটি থেকে প্রাপ্ত অর্থ রুনির স্বেচ্ছ্বাসেবী সংস্থাকে দান করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
পেশাদার ফুটবল চালিয়ে গেলেও ইংলিশ প্রিমিয়র লিগকে আগেই বিদায় জানিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বকালের অন্যতম সেরা এই ফরোয়ার্ড৷ রুনি বর্তমানে আমেরিকার মেজর লিগ সকারে ওয়াশিংটনের ডিসি ইউনাইটেডের হয়ে মাঠ মাতাচ্ছেন।
২০০৩ সালে জাতীয় দলের হয়ে খেলতে নামার পর ১০৩ ম্যাচে ৫৩ গোল করেছেন এই তারাকা।