শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 November, 2018 03:00

ব্রাজিল-আর্জেন্টিনার অন্যরকম প্রতিযোগিতা

ব্রাজিল-আর্জেন্টিনার অন্যরকম প্রতিযোগিতা
স্পোর্টস ডেস্ক :

বিগত কয়েক বছরে যারা কোনও দিন প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার স্বপ্ন দেখেননি তারাই এবার কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছে। ব্রাজিল, আর্জেন্টিনা,  চিলি, কলম্বিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, প্যারাগুয়ে, পেরু ও বলিভিয়া প্রথমবারের মতো খেলতে নামছে বামুন কোপা আমেরিকা টুর্নামেন্ট।

আয়োজক দেশ হিসেবে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে আর্জেন্টিনা।

বামুনরাও যে ফুটবল খেলতে পারে এই ধারণাকে ছড়িয়ে দেয়ার জন্য মূলত এমন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান আর্জেন্টিনা বামুন দলের অধিনায়ক ফাসুন্ডো রোজাস।

রোজাস বলেন, আমরা বিশ্বের সবচেয়ে বৈষম্যমূলক গোষ্ঠী। ফুটবল খেলা, কাজ ও অধ্যয়নের মাধ্যমে আমরা এই ধারণাকে পরিবর্তন করতে যাচ্ছি। এছাড়া এই আয়োজনে ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নিওনেল মেসির সমর্থন আছে বলে জানান আর্জেন্টাইন বামুন দলের আরও এক সদস্য ডিয়েগো সার্পিনিনি।

সার্পিনিনি বলেন, আমি লিওনেল মেসির সাথে দেখা করতে পেরেছিলাম। এই টুর্নামেন্ট সম্পর্কে তিনি ভাল কিছু শুনেছেন। যদি তিনি এটি সম্পর্কে শুনে থাকেন, তাহলে এর মানে হলো যে টুর্নামেন্ট অনেক আগ্রহ সৃষ্টি করবে।

ফুটবলের বিশ্বায়নে ফিফার নেয়া পদক্ষেপের মধ্যে এই আয়োজন অন্য এক মাত্রা যোগ করবে তা বলার অপেক্ষা রাখে না।

বামুনদের মাধ্যমে হলেও দুই দেশের সমর্থকরা অন্যরকম ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথ দেখতে পারবে সে আশা করাই যায়।

উপরে