শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 May, 2019 02:25

রোজা রেখে খেলা, মাঠে ইফতার সেরে করলেন গোল

রোজা রেখে খেলা, মাঠে ইফতার সেরে করলেন গোল
স্পোর্টস ডেস্ক :

একরাত আগে ৩-০তে পিছিয়ে পড়েও উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে ৪-৩ এ হারিয়ে ফাইনালে পৌঁছেছে লিভারপুল। আর তার পরের রাতেই স্বপ্ন ভাঙল অ্যায়াক্সের। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হজম করতে হয়েছে তিন গোল। 

বুধবার রাতে নেদারল্যান্ডসের দলটিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় টটেনহ্যাম হটসপার। ফাইনালে লড়াই হবে দুই ইংলিশ দলের মধ্যেই।
 
যদিও দুই লেগ মিলে ম্যাচ ড্র হয়ে গিয়েছিল। প্রথম লেগে ডাচ দলটি জিতেছিল ১-০ গোলে। অ্যাওয়ে ম্যাচেই তিন গোল দিল তারা। আর অ্যাওয়ে গোলের দৌলতে সেমিফাইনাল জিতে বাজিমাত করে টটেনহ্যাম। 
ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই গোল করে অ্যায়াক্সকে এগিয়ে দিয়েছিলেন মাথিজ ডি লিট। কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে ডানদিকের কোণা দিয়ে বলকে টটেনহ্যামের গোলে পাঠান তিনি।

২৪তম মিনিটে অ্যায়াক্সের হাকিম জিয়েচ ও নুসাইর মাজরুইয়েরও কে দেখা যায় ম্যাচের মাঝেই সাইড লাইন থেকে কিছু নিয়ে মুখে দিতে। পরে জানাযায় সেগুলো খেজুর ছিল। ভক্তরা এই ঘটনার ভিডিও টুইট করে জানাতে থাকেন, মরক্কো জাতীয় দলের দুই তারকা ইফতারি সেরে আবারও খেলায় মনোযোগ দিচ্ছিন।  

রোজা আদায়ের কিছুক্ষণ পর গোলও করেন হাকিম জিয়েচ।  ম্যাচের ৩৫ মিনিটে ফন ডি বিকের বাড়ানো বলটি পেয়ে কাজে লাগায়ি স্কোর বোর্ড ২-০ করে দেন হাকিম জিয়েচ। 

প্রথমার্ধে ম্যাচে ২-০ তে এবং মোট গোলে ৩-০তে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিল টটেনহ্যাম। যদিও দ্বিতীয়ার্ধে তাদের ভাগ্য ঘুরিয়ে দেয় লুকা মৌরার হ্যাটট্রিক।

উপরে