শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 July, 2019 03:11

জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করল আইসিসি

জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করল আইসিসি
স্পোর্টস ডেস্ক :

ক্রিকেট বোর্ডে সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি। আইসিসি’র সংবিধান লঙ্ঘন করে জিম্বাবুয়ে সরকার দেশটির ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার লন্ডনে আইসিসি’র বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এই স্থগিতাদেশের কারণে আগামী অক্টোবরে জিম্বাবুয়ের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয়া অনিশ্চিত হয়ে গেলো।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,পূর্ণ সদস্য দেশ হিসেবে বোর্ড পরিচালনা ও প্রশাসনে সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে অবাধ ও গণতান্ত্রিক নির্বাচনের বিধান রয়েছে। জিম্বাবুয়ে এই বিধি ভঙ্গ করায় দেশটির সদস্য পদ স্থগিত করা হয়েছে।

জিম্বাবুয়ে সরকার জুন মাসে বোর্ডের পর্ষদকে বহিষ্কার করে। এরপর থেকে দেশটির ওপর কড়া নজর রাখে আইসিসি। সদস্যপদ স্থগিত হওয়ায় এখন থেকে জিম্বাবুয়ের জাতীয় ও বয়সভিত্তিক কোন দল আইসিসি’র কোন ইভেন্টে অংশ নিতে পারবে না । পাশাপাশি আইসিসি’র আর্থিক সহায়তাও পাবেনা সঙ্কটে থাকা দেশটি।

তবে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিলে এবং নির্বাচিত কমিটি বোর্ডের দায়িত্ব নিলে, অক্টোবরের বোর্ড মিটিংয়ে স্থগিতাদেশ তুলে নেয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছে আইসিসি। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহার জানিয়েছেন, ক্রিকেটকে রাজনৈতিক হাতিয়ার বানানোর চক্রান্ত থেকে রক্ষা করতে এই স্থগিতাদেশের বিকল্প ছিল না।

উপরে