শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 December, 2019 06:21

ষষ্ঠ বারের মতো ব্যালন ডি’অর জিতলেন মেসি

ষষ্ঠ বারের মতো ব্যালন ডি’অর জিতলেন মেসি
ষষ্ঠ ব্যালন ডি’অর হাতে মেসি: ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ষষ্ঠ বারের মতো ব্যালন ডি’অর জিতলেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি। সোমবার প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অর-২০১৯–এর পুরস্কারটি। এরমধ্য দিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন আর্জেন্টাইন তারকা। এর আগ পর্যন্ত সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল এই দুই কিংবদন্তীর। 

গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে মেসি জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮ ম্যাচ খেলে ৫৪ গোল করেন লিওনেল মেসি। 

উল্লেখ্য 'ফ্রান্স ফুটবল' সাময়িকী ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি'অর পুরুষ্কার দেওয়া শুরু করে।

এবারের মৌসুমে সেরা ফুটবলার পুরস্কারের জন্য ৩০ জন মনোনীত হন। এর মধ্যে বার্সেলোনার লিওনেল মেসি, লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক এবং জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ব্যালন ডি'অরের ফেবারিট হিসেবে চূড়ান্ত তালিকায় স্থান পান।

মেসি-রোনালদো যুগ শুরু হওয়ার আগে ২০০৭ সালে ব্রাজিলের এসি মিলান ফরোয়ার্ড রিকার্ডো কাকা ব্যালন ডি'অর জেতেন। এরপর শুরু হয় রোনালদো-মেসির সাপলুডু খেলা। সঙ্গে ব্যালন ডি'অরে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা আধিপত্যও। এক দশক মেসি-রোনালদো পুরস্কারটি নিজেদের করে রাখেন। গেল মৌসুমে লুকা মডরিচ তাদের রাজত্ব নিজের দখলে নেন। কিন্তু এবার আবার রাজত্ব পুনরুদ্ধার করলেন মেসি। ২০১৫ সালের পরে জিতলেন সেরার এই পুরস্কার। তবে রিয়াল-বার্সার আধিপত্যে ছেদ পড়েনি।

মেসি গেল মৌসুমে বার্সার হয়ে ৪০ গোল করেছেন। সঙ্গে সহায়তা দিয়েছেন ১৭ গোলে। চ্যাম্পিয়নস লিগে এবং লা লিগায় তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। দলকে লা লিগা এবং সুপার কোপা জিতিয়েছেন। গোলের সামনে তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ব্যালন ডি'অর জিতেছেন তিনি। এখন ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কারও ডাকছে তাকে। নিয়ম অনুযায়ী, ব্যালন ডি'অর জয়ীই ফিফার বর্ষসেরার পুরস্কার জেতেন।

ব্যালন ডি'অরের তালিকায় দুইয়ে থেকে শেষ করেছেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোয় তিনি ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার ছিলেন। রোনালদোর জায়গা হয়েছে সেরা তিনে। এছাড়া লিভারপুলের দুই ফরোয়ার্ড সাদিও মানে চারে এবং মোহামেদ সালাহ পাঁচে থেকে শেষ করেছেন।

উপরে