শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 May, 2020 02:02

কেন অধিনায়কত্ব হারান ইউনিস খান?

কেন অধিনায়কত্ব হারান ইউনিস খান?
পাকিস্তানের সাবেক টেষ্ট অধিনায়ক ইউনিস খান। ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক :

ইউনিস খানের অধিনায়কত্ব হারানোর কথা মনে আছে? অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল নাটকীয়ভাবে। 

তিনি নিজেই জানালেন, এ নিয়ে কোনো আফসোস নেই এ কিংবদন্তি ক্রিকেটারের। বরং নিজের দায়িত্ব শতভাগ পালন করতে পারায় খুশি ডানহাতি ব্যাটসম্যান।

গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে নিজের অধিনায়কত্ব নিয়ে ইউনিস বলেন, ‘আপনাকে জীবনে এমন কিছু মুহূর্ত পার করতে হবে যখন আপনার দুটি পথ খোলা থাকবে। এক, আপনি সত্য কথা বলবেন। দুই, আপনি দেখেও না দেখার ভান করবেন। আমি প্রথমটা করেছিলাম। আমি এমন কিছু খেলোয়াড় ও গ্রুপের বিপক্ষে দাঁড়িয়ে ছিলাম যারা দেশের হয়ে খেলার জন্য কঠোর পরিশ্রম করতো না।’

‘কিন্তু পরবর্তীতে ওই খেলোয়াড়রাই আমার কাছে এসে নিজেদের ভুলগুলো স্বীকার করে। আমি জানি আমি কোনো ভুল করিনি এবং আমার বাবার থেকে একটি শিক্ষা পেয়েছি, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সদা সত্য কথা বলবে এবং   সর্বদা নম্র থাকার চেষ্টা করবে।’ - যোগ করেন ইউনিস খান।

৯২’র বিশ্বকাপে ইমরান খান জিতেছিলেন শিরোপা। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউনিস খানের হাতে উঠে ট্রফি। মাঝের সময়টায় পাকিস্তানের ক্রিকেট এগিয়ে গেলেও বৈশ্বিক শিরোপা পাওয়া হয়নি।  ৩৪ সেঞ্চুরিতে ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান ৫২.০৫ গড়ে ১০,০৯৯ রান করেছেন। নামের পাশে আছে ছয়টি ডাবল সেঞ্চুরিও। ছয়টি ডাবল সেঞ্চুরির রেকর্ড আছে পাকিস্তানের আরেক ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদেরও।

দীর্ঘদিন পর ইউনিস জানালেন মিঁয়াদাদের ব্যাটিং-ই ছিল তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা, ‘আমার খেলোয়াড়ী জীবনে আমি মিঁয়াদাদকে কোচ হিসেবে পেয়েছি। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি বড় সেঞ্চুরির মাস্টার ছিলেন। আমাকে সব সময় বলতেন, সেঞ্চুরি পর আবার জিরো থেকে ব্যাটিং শুরু করতে হবে। ছেলেমানুষি মনে হতে পারে কিন্তু আমার মানসিক শক্তি বাড়াতে ওই কথা অনেক কাজে লেগেছিল।’

উপরে