শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 February, 2021 01:52

অবসরে ইউসুফ পাঠান

অবসরে ইউসুফ পাঠান
স্পোর্টস ডেস্ক :

ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। শুক্রবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন কাশ্মিরের এই ক্রিকেটার।

ইউসুফ সর্বশেষ ২০১২ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে ভারতের জার্সিতে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ওই পথচলাতেই টি-২০ ও ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন তিনি।

জাতীয় দলের জায়গা না পেলেও ২০১৯ সাল পর্যন্ত দাপিয়ে আইপিএল খেলেছেন ইরফান পাঠানের বড় এই ভাই। শেষবার মাঠে নেমেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু হায়দরাবাদ তাকে ছেড়ে দেওয়ার পর দল পাননি পাঠান ভাইদ্বয়ের বড় জন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের পর ঘরের মাঠেও অবিক্রিত ছিলেন তিনি। 

সে কারণেই হয়তো ৩৮ বছর এই হার্ড হিটার ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএলে ইউসুফের ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড আছে। ভারতীয়দের মধ্যে যা দ্রুততম এবং আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

অবসর নিয়ে টুইট বার্তায় ইউসুফ পাঠান বলেছেন, 'আনুষ্ঠানিকভাবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছে। আমাকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার, বন্ধু, সমর্থক এবং দেশের সকলকে ধন্যবাদ। পরবর্তীতে যে দায়িত্ব পালনই শুরু করবো, আপনারা সমর্থন পাবো আশা করছি।'

ইউসুফ জাতীয় দলের হয়ে ৫৭ ওয়ানডে এবং ২২ টি-২০ ম্যাচ খেলেছেন। তবে আইপিএলের অসাধারণ ক্যারিয়ারের জন্য ভক্তরা তাকে মনে রাখবেন। বিশেষ করে তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য। টি-২০ এই লিগে ১৭৪ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১৩ ফিফটিতে ৩ হাজার ২০৪ রান করেছেন তিনি। উইকেট নিয়েছেন ৪২টি।

উপরে