শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 September, 2022 06:50

মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ মিশিগান চিতাস চ্যাম্পিয়ান

মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২  
মিশিগান চিতাস চ্যাম্পিয়ান
তুহিন চৌধুরী, মিশিগান থেকে :   
মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ এর ফাইনালে বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ কে হারিয়ে  মিশিগান চিতাস চ্যাম্পিয়ান হয়েছে। রবিবার ডেট্রয়েট লাস্কি মাঠে  উত্তেজনাপুর্ন এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বৃষ্টির কারণে ২০ ওভারের স্থলে ১০ ওভারে খেলা সম্পন্ন করা হয়। খেলায় মিশিগান চিতাস ১০ ওভারে ৮ উইকেটে ৯২ রান এবং  বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ নির্ধারিত ১০ ওভারেই ৮ উইকেটে ৬৬ রান করে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন মোঃ ফরহাদ রেজা এবং সেরা বোলার হয়েছেন মুফাছর আলী। খেলা শেষে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে মিশিগান চিতাস তারকা খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন এমসিসি'র কর্মকর্তাগণ। এছাড়াও রানার্স আপ টিম বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ এবং প্রত্যেক খেলোয়াড়দের হাতেও আলাদা আলাদা ট্রফি তুলে দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের মধ্যে অন্যতম দর্শক নন্দিত সংস্থা হিসেবে পরিচিত মোটর সিটি আয়োজিত এই টুর্নামেন্টে খেলতে এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইমরুল কায়েস, নাসির সহ উদীয়মান সেরা ১২ খেলোয়াড় মিশিগানে আসেন। গত ১ সেপ্টেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। ডেট্রয়েট শহরের ৪ টি মাঠে এই খেলায় তাতে অংশ নেন ইমরুল কায়েস, নাসির হোসেন, সৈয়দ রাসেল, আরিফুল হক, সোহরাওয়ার্দী শুভ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বি, নাদিফ চৌধুরী, তাপস বৈশ্য, ইলিয়াস সানী, আবু জায়েদ রাহি এবং মেহরাব হোসেন জুনিয়র। 
এদিকে এবারের টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দল গুলো ছিল, এশিয়া ইউনাইটেড, মোটর সিটি ইউনাইটেড, ফ্রেন্ডস ইউনাইটেড অব নিউইয়র্ক, লন্ডন রাইডার্স, মিশিগান চিতাস, জর্জিয়া টাইগার্স, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়েলস, বাংলাদেশ টাইগার্স অব ইউএসএ, টার্মিনেটরস.
এবারের খেলার পুরস্কার হিসেবে প্রাইজ মানি  ধরা হয়েছিল ৫৫ হাজার ডলার। ক্রিকেট টুর্নামেন্টের সভাপতি মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক মোশারফ চৌধুরী লিটু ও সাধারণ সম্পাদক তায়েফুর রহমান বাবু, সেলিম আহমেদ, জুয়েল হুদা সহ কর্মকর্তাগণ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাজিয়া জাহান। 
উপরে