শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 October, 2022 21:04
উদ্বোধনীতেই বড় অঘটন

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কাকে মাটিতে নামালো অচেনা নামিবিয়া

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই এশিয়াকাপ জয়ী শ্রীলঙ্কাকে মাটিতে নামালো অচেনা নামিবিয়া
স্পোর্টস ডেস্ক :

অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে নামিবিয়া। 

এশিয়া চ্যাম্পিয়নরা যেন তাদের সামনে দাঁড়াতেই পারেনি! হেরেছে ৫৫ রানের বড় ব্যবধানে।  ১৬৪ রানের লক্ষ্য তাড়ায় এক ওভার বাকি থাকতে স্রেফ ১০৮ রানে অলআউট হয়ে যায় দাসুন শানাকার দল। ম্যাচ শেষে ব্যাটারদেরই কাঠগড়ায় তুললেন লঙ্কান অধিনায়ক। কালেরকণ্ঠ

রান তাড়ায় নেমে ২১ রানে ৩ উইকেট হারানো কোনোভাবেই মানতে পারছেন না শানাকা। তিনি বলেন, 'পাওয়ার প্লেতে আমরা ৩ উইকেট হারাতে পারি না, যেটা দেড়শর বেশি রান তাড়া করা খুব কঠিন করে তোলে। নামিবিয়ার খেলোয়াড়দের অবশ্যই কৃতিত্ব দিতে হবে। এটা মোটেও কঠিন লক্ষ্য ছিল না। আমি আগেই বলেছি, পাওয়ার প্লেতে তিন উইকেট হারালে ফিরে আসাটা খুব কঠিন। অতীতে আমরা ১৬০ রান তাড়া করেছি। এই ম্যাচে যা হয়েছে- তারা চমৎকার লাইন-লেংথে বল করেছে।

শ্রীলঙ্কার এই পরাজয়ের পেছনে নামিবিয়ার ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিট জুটির অবদানও আছে। ৯৩ রানে ৬ উইকেট হারানোর পর এই দুজন ৩৩ বলে ৬৯ রানের বিস্ফোরক জুটি গড়েন। এই জুটি নিয়ে শানাকার বক্তব্য, ষষ্ঠ উইকেট পতনের পর আমাদের পরের উইকেটটি নিতে হতো। আমার মনে হয়, আমাদের বোলাররা উইকেট নেওয়ার জন্য বোলিং করেনি। আমাদের এই দিকটি নিয়ে এখন ভাবতে হবে। বাউন্ডারি মারার জন্য আমরা অনেক বাজে বল দিয়েছি।

উপরে