বিপিএলে সিলেটের আইকন মাশরাফি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সিলেট।
বুধবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের লোগো উন্মোচন করে দলের আইকন ও চুক্তিবদ্ধ চার বিদেশি ক্রিকেটারের নামও জানিয়েছে।
বিপিএলের আগামী তিন আসরে সিলেট স্ট্রাইকার্স নামে খেলবে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিদেশি কোটায় পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এবং শ্রীলংকার অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের সহকারি কোচ রাজিন সালেহ, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ ও স্পিন বোলিং কোচ মুরাদ খান। দলটির ম্যানেজার হিসেবে থাকছেন সাবেক ওপেনার নাফিস ইকবাল।