শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 October, 2022 21:13

ভারতীয় ক্রিকেট দলকে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ

ভারতীয় ক্রিকেট দলকে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ
স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে জয়ের পর ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেট দল। আগামীকাল (বৃহস্পতিবার) সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ। তার আগে খাবার নিয়ে যা হলো, তাতে ফুরফুরে মেজাজটা আর রইলো না রোহিত শর্মার দলের।

জানা গেছে, মঙ্গলবার অনুশীলনের পর খালি পেটেই হোটেলে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। আইসিসির পক্ষ থেকে যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল, তার গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটাররা। ঠাণ্ডা, অপর্যাপ্ত খাবার নিয়ে অভিযোগ করেছেন তারা।

আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা 'পিটিআই'কে সত্যতা নিশ্চিত করে বলেছে, ‘হ্যাঁ, ভারতীয় দল অনুশীলনের পরে খাবার নিয়ে তাদের সমস্যার কথা বলেছে। আমরা এটি বের করার চেষ্টা করছি এবং সমস্যাটির দ্রুত সমাধান করা হবে।’

অনুশীলনের পর প্রত্যেকটা দলকে প্রায় একই খাবার খেতে দেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেটাররা গরম খাবারের দাবি জানালেও, সে কথায় কান দেয়নি কর্তৃপক্ষ।

এই ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন কর্মকর্তা সংবাদ সংস্থাকে বলেন, ‘আমরা কোনও বয়কট করিনি। কয়েকজন ক্রিকেটার ফল খেয়ে দিন কাটিয়েছেন। প্রত্যেকে মধ্যাহ্নভোজের অর্ডার দিয়েছিলেন। কিন্তু হোটেলে ফেরার পর তাদের খাবার দেওয়া হয়।’

সেইসঙ্গে তিনি যোগ করেন, ‘সমস্যাটা হলো এটাই যে, মধ্যাহ্নভোজনে আইসিসি কোনো গরম খাবার সার্ভ করেনি। কোনো দ্বিপাক্ষিক সিরিজে আয়োজক দেশ খাবার পরিবেশনের দায়িত্বে থাকে। অনুশীলন সেশনের পর ভারতীয় ক্রিকেট দলকে সবসময় গরম খাবার দেওয়া হয়। তবে আইসিসি সব দেশের জন্যই একই খাবার পরিবেশন করছে।’

খাবারের মধ্যে ছিল ফলমূল আর মাংসের তৈরি এক জাতীয় খাবার, যার নাম ‘ফালাফেল’। যার সবগুলোই ছিল ঠাণ্ডা, খিদে মেটানোর মতো নয়। ভারতীয় ক্রিকেটাররা এমন নিম্নমানের খাবার পরিবেশন দেখে খেপেছেন।

বিসিসিআইয়ের ওই কর্তা জানান, ‘এর মধ্যে আবার খাবার টেবিলে রাখা বোর্ডে লেখা ছিল, নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিন। দলের কয়েকজন ক্রিকেটার মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচন্ড ঝাল। দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তা অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগ। এসব দেখেই মেজাজ হারান সকলে। না খেয়েই হোটেলে ফিরে যায় ভারতীয় দল।’

উপরে