শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 November, 2022 00:24

২৫ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল

২৫ নভেম্বর বাংলাদেশে আসছে ভারত ‘এ’ দল
স্পোর্টস ডেস্ক :

ডিসেম্বরের শুরুতে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ভারত। জাতীয় দলের এই সফরের আগে আসছে দেশটির ‘এ’ দল।

শুরুতে ঢাকায় তিন ওয়ানডের পর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট খেলতে আবার ঢাকায় ফিরবে দুই দল।  

১৪ ডিসেম্বর প্রথম টেস্ট খেলবে ভারত-বাংলাদেশ। এর আগেই দুটি চারদিনের ম্যাচ খেলবে ‘এ’ দল। বিসিবি সূত্রে জানা গেছে, প্রথম ম্যাচটি হবে ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।  

আর দ্বিতীয় চারদিনের ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ০৫ ডিসেম্বর থেকে। এই সিরিজকে ভারতের ক্রিকেটারদের জন্য ‘টেস্ট দলে ঢুকার সুযোগ’ হিসেবে দেখছে দেশটির ক্রিকেট বোর্ড। এতে থাকবেন টেস্ট দলে থাকা দুয়েকজন ক্রিকেটারও।  
 
ভারতের আসা নিয়ে আজ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘ভারতের এ দলের আসা নিয়ে সিরিজের আগে ভারতের ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ভারতের জন্য যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো চলছে।’ 

উপরে