টানা দ্বিতীয় মেয়াদে আইসিসি চেয়ারম্যান বার্কলে
টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন গ্রেগ বার্কলে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বারের মতো আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বার্কলে।
আইসিসির চেয়ারম্যান পদে বার্কলের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি। তবে শনিবার (১২ নভেম্বর) মুকুহলানি নিজের নাম প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানের দায়িত্ব পান বার্কলে।
নতুনভাবে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বার্কলে জানান, ‘গত দুই বছরে আমরা আমাদের বৈশ্বিক প্রবৃদ্ধির কৌশল চালু করার মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। যা আমাদের খেলাধুলার জন্য একটি সফল এবং নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটে জড়িত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এটি এবং আমি সেটার অপেক্ষায় আছি। বর্তমানে আমাদের খেলাকে শক্তিশালী করার জন্য আমাদের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়া এবং সেই সাথে এটিকে আরও বাড়াতে চাই যেন পুরো বিশ্ব ক্রিকেটকে আরও ভালোভাবে উপভোগ করতে পারে।’
টানা দ্বিতীয়বারের মতো আইসিসির চেয়ারম্যান পদে বার্কলের নির্বাচিত হওয়ার পেছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সমর্থন আছে বলেই জানা যায়। প্রাথমিকভাবে বিসিসিআই থেকে প্রার্থী দিতে চাইলেও শেষমেশ তারা কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা দেননি। তাতেই বোজাহ যায় বার্কলের প্রতি বিসিসিআইয়ের সমর্থন রয়েছে।