শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 February, 2024 12:45

কোপার আগে মেক্সিকো-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল

কোপার আগে মেক্সিকো-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ব্রাজিল
স্পোর্টস ডেস্ক :

এ বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার আসর। আগেই নিশ্চিত করা হয়েছিল, দক্ষিণ আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের প্রস্তুতি সারতে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।
 
এবার জানা গেল, আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সেলেসাওরা। আগামী ১২ জুন ফ্লোরিডার অরলান্ডো স্টেডিয়ামে হবে ম্যাচটি। এর আগে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে ৮ জুন।

এবারের কোপায় ১৬টি দল অংশ নিচ্ছে। ব্রাজিল পড়েছে 'ডি' গ্রুপে। যেখানে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়া ও প্লে অফ খেলে আসা দল। প্লে অফে মুখোমুখি হবে মধ্য আমেরিকার দুই দল কোস্টারিকা ও হন্ডুরাস। যে ম্যাচ মাঠে গড়াবে ২৩ মার্চ।  

অবশ্য ওই দুই প্রীতি ম্যাচের আগে আরও দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন। ২৩ মার্চ লন্ডনে ইংলিশদের বিপক্ষে এবং ২৬ মার্চ স্প্যানিশদের বিপক্ষে খেলবে ব্রাজিলিয়ান দল।

এবারের কোপা শুরু হবে ২০ জুন থেকে। উদ্বোধনী ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। ২ জুলাই পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। এরপর নকআউট পর্ব শেষে ৪ থেকে ৬ জুলাই হবে কোয়ার্টার ফাইনাল। ৯ ও ১০ জুলাই হবে সেমিফাইনাল। আর ১৪ জুলাই ফাইনাল হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে।

কোপায় ব্রাজিলের যাত্রা শুরু হবে ২৪ জুন। ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে সে ম্যাচে ২০১৯ কোপাজয়ীদের প্রতিপক্ষ কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যকার বিজয়ী দল।

উপরে