শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 March, 2018 22:20

মশা কামড়ের চুলকানি থেকে রেহাই দিবে যে যস্ত্র

মশা কামড়ের চুলকানি থেকে রেহাই দিবে যে যস্ত্র
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :

মশা মারতে কামান ডাকতে রাজি হয় অনেকে। মশার উৎপাত থেকে বাঁচতে কত ধরনের উপায় যে বের হয়েছে তা বলে শেষ করা যাবে না। এসব দুঃখের কথা আর নাইবা বললাম। এই মশাকে তো আটকানো যাবে না। কিন্তু এখন এই মশা বা অনান্য কোনও পোকা মাকড়ের কামড়ে শরীরে চুলকানি চাইলে আটকানো যাবে।

মশার কামড়ের সব থেকে বিরক্তিকর বিষয় চুলকানি। এই চুলকানি ঠেকানোর কোনো উপায় এতোদিন ছিল না। এবার সেই সমস্যারও সমাধান করে ফেলল বিজ্ঞানীরা। নতুন এক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে তারা। এক বাটন সম্বলিত লম্বাটে আকৃতির বাইট হেলপার। মশার কামড়ে ফুলে ওঠা লাল পিণ্ডর আকার ও চুলকানি কমিয়ে আনার কাজ করবে এটি। তবে ডিভাইসটি শুধু মশার কামড় নয় শরীরের অন্যান্য জায়গার ব্যাথা সারানোর কাজেও ব্যবহার করা যাবে।

মশা বা বিষাক্ত কোনও পোকা মাকড় কামড়ে শরীরের লাল হয়ে যাওয়া অংশে বাইট হেলপার নামে এই ডিভাইসটি চেপে ধরলেই হলো। নিমেষে গায়েব সব ধরণের সমস্যা। বাইট হেলপারে আছে থার্মো পালস টেকনোলজি। এই ডিভাইসটির সাহায্যে মশা কামড়ানো স্থানটিতে কম্পনের সঙ্গে ১২০ ডিগ্রি গরম তাপমাত্রা প্রবাহিত হবে। উপকার পেতে ডিভাইসটি আক্রান্ত স্থানে ৩০ থেকে ৪০ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হয়।

তবে এটি ব্যবহার করে অনেকেই জানিয়েছেন, বাইট হেলপারের গরমটা তাদের কাছে অসহনীয় মনে হয়েছে। ব্যাটারি চালিত বহনযোগ্য এই ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯ ডলার।

উপরে