ফেসবুক অনুকরণে হোয়াটস অ্যাপের নতুন ফিচার
নতুন ফিচার আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। জানা গেছে, অনেকটা ফেসবুকের মতোই হবে হোয়াটস অ্যাপের এই নতুন ফিচার।
এ ব্যাপারে এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে জানা যায়, সম্প্রতি ওয়্যাবেটাইনফো নতুন হোয়াটস অ্যাপ বেটার কিছু স্ক্রিনশট প্রকাশ করেছে। স্ক্রিনশটগুলোতে দেখানো হয়েছে, অ্যাপটি এমন একটি বিশেষ ফিচার নিয়ে আসতে পারে যেখানে ব্যবহারকারীরা অন্যান্য ব্যবহারকারীদের স্টিকার পাঠাতে পারবেন। প্রকাশিত স্ক্রিনশট এর ডিজাইন শোকেসটি দেখতে অনেকটাই ফেসবুক মেসেঞ্জারের মতো। সেখানকার কার্টুনের ড্রয়িং এবং হাস্যকর ছবি সম্বলিত ইমোজিগুলো ফেসবুকের মতোই বেশ আকর্ষণীয়।
তবে এ ব্যাপারে হোয়াটস অ্যাপের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। কিন্তু এরই মধ্যে, ব্যবহারকারীরা টুইটারে বিরক্তি প্রকাশ করে লিখছেন, ‘হোয়াটস অ্যাপ এতে করে জনপ্রিয়তা হারাবে। বাকীটা দেখা যাক কী হয়!