শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2018 13:52

ভুয়া সংবাদ ঠেকাতে হোয়াটসঅ্যাপ হটলাইন

ভুয়া সংবাদ ঠেকাতে হোয়াটসঅ্যাপ হটলাইন
নিজস্ব প্রতিবেদক :

ভুয়া সংবাদ নিয়ে অভিযোগ করতে নাগরিকদের জন্য নতুন এক হটলাইনের ঘোষণা দিয়েছে মিসর। ১২ মার্চ চালু হওয়া এই হটলাইন সংকেতায়িত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করে চলবে। 

‘দেশের নিরাপত্তা ও জনগণের আগ্রহ আছে এমন বিষয় বিপদগ্রস্ত’ করার লক্ষ্যে ছড়ানো ভুয়া সংবাদ প্রতিবেদনগুলো নিয়ে এই হটলাইনে অভিযোগ জানাতে পারবেন দেশটির নাগরিকরা।’ মিসরের জেনারেল প্রসিকিউশন অফিস থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

এতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যম আর সামাজিক মাধ্যমের ওয়েবসাইটে কী প্রকাশ করা হচ্ছে তা পর্যবেক্ষণে প্রসিকিউটর জেনারেল নাবিল সাদেকের দেয়া আদেশ মানতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।’ ‘সংবাদ বিকৃত করা’ ও সন্ত্রাসবাদে ‘উৎসাহ’ দেয়ার আগে ২০১৭ সাল থেকে পর্যন্ত আল জাজিরা, হাফিংটন পোস্ট অ্যারাবিক, কাতারি নিউজ এজেন্সিসহ কাতার সংশ্লিষ্ট বিভিন্ন অনলাইন প্রকাশনা বন্ধ করে আসছে।

২০১৮ সালেও এই পদক্ষেপ অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশটি নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমের সাইট বন্ধ করে দিয়েছে। দেশটিতে এই বছরের শুরু থেকে এই প্রকাশনাগুলোর ওয়েবসাইটে মোবাইল ফোন থেকে প্রবেশ করা যাচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে প্রযুক্তি সাইট দ্য নেক্সট ওয়েবের প্রতিবেদনে।

নতুন আনা হোয়াটসঅ্যাপ হটলাইন দিয়ে মিসরের নাগরিকরা যে কোনো বিকৃত সংবাদ নিয়ে অভিযোগ জানাতে জেনারেল প্রসিকিউশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। সংবাদ ওয়েবসাইটগুলোর ওপর মিশরের এমন নজরদারি নিয়ে অনেকেই সমালোচনা করেন। তবে, দেশটির নাগরিকরা ভিপিএন দিয়ে এই সেন্সরশিপ কাটিয়ে ওই সংবাদমাধ্যম ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারেন।

উপরে