শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 May, 2018 11:43

ফেসবুকের তথ্য কেলেঙ্কারি, বন্ধ হচ্ছে সেই ক্যামব্রিজ অ্যানালিটিকা

ফেসবুকের তথ্য কেলেঙ্কারি, বন্ধ হচ্ছে সেই ক্যামব্রিজ অ্যানালিটিকা
মেইল রিপোর্ট :

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরির কেলেঙ্কারিতে অভিযুক্ত ক্যামব্রিজ অ্যানালিটিকা তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি বুধবার তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

এর আগে অভিযোগ উঠে ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করে ক্যামব্রিজ অ্যানালিটিকা। একটি অ্যাপের মাধ্যমে প্রতিষ্ঠানটি কয়েক কোটি ফেসবুক গ্রাহকের তথ্য হাতিয়ে নেয়। এবং তা ওই নির্বাচনের প্রচারের কৌশল নির্ধারণে কাজে লাগানো হয় বলে সম্প্রতি ফাঁস হয়।

ফেসবুকের ভাষ্য অনুযায়ী, তাদের আট কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য নিয়েছিল ক্যামব্রিজ অ্যানালিটিকা।

এই তথ্য ফাঁস হওয়ার পর যুক্তরাজ্যের এই প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকও ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে তলব করে ব্রিটিশ পার্লামেন্টারি কমিটি।

ক্যামব্রিজ অ্যানালিটিকার মুখপাত্র ক্ল্যারেন্স মিচেল বলেন, বিগত কয়েক মাস ধরে ক্যামব্রিজ অ্যানালিটিকা অসংখ্য অপ্রমাণিত অভিযোগের মুখোমুখি হয়েছে। যদিও কোম্পানিটি নিজেদের সকল রেকর্ড ঠিকঠাকই রেখেছে। প্রতিষ্ঠানটি যা করেছে তা অনলাইন বিজ্ঞাপনের জগতে বিশেষ করে রাজনৈতিক এবং ব্যবসায়িক খাতের বিজ্ঞাপনে এভাবে তথ্য সংগ্রহ করার আইনগত কোন বিধিনিষেধ নেই।

তিনি আরও বলেন, ক্যামব্রিজ অ্যানালিটিকার এবং এর কর্মচারী কেউই নৈতিকভাবে এবং আইনগতভাবে কোনো নিয়ম ভঙ্গ করেনি, তারপরেও প্রতিষ্ঠানটি নিয়ে নেতিবাচক মিডিয়া কাভারেজের কারণে আমাদের সকল গ্রাহক এবং বিজ্ঞাপনদাতা আমাদের ছেড়ে চলে গেছেন। এরই ফলশ্রুতিতে আমরা আর এই ব্যবসাটি চালাতে সক্ষম হবো না।

বিবিসির প্রতিবেদনে আরও জানা যায়, ক্যামব্রিজ অ্যানালিটিকার প্যারেন্ট অর্গানাইজেশন ‘এসসিএল ইলেকশনস’ ও নিজেদের দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া শুরু করেছে।

উপরে