শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 May, 2018 11:48

এবার ইনস্টাগ্রামে করা যাবে ভিডিও কল

এবার ইনস্টাগ্রামে করা যাবে ভিডিও কল
মেইল ডেস্ক :

ছবি ও ভিডিও শেয়ারের অ্যাপস ইনস্টাগ্রামের মাধ্যমে এবার ভিডিও কল করা যাবে। গত ১ মে এক ব্লগ পোস্টে এ খবরটি জানায় ইনস্টাগ্রাম 

বিশ্বব্যাপী ৮০ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধাটি পাবেন বলে জানা গেছে। বর্তমানে ভিডিও কলের এ সুবিধাটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।

ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, একটি ভিডিও কল শুরু করার জন্য, ডাইরেক্ট ম্যাসেজিং থ্রেডের উপরের নতুন ক্যামেরা আইকনে চাপ দিয়ে যার সঙ্গে ভিডিও কল করতে চান তার নাম লিখলেই হবে।

তবে গ্রুপ কনভারসেশন অথবা ডাইরেক্ট ম্যাসেজ থ্রেডের জন্য আপনাকে ইনস্টাগ্রাম ফিডের উপরের ডানদিকের কোনায় পেপার অ্যায়ারপ্লেন আইকনে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে দুই বা ততোধিক ফলোয়ারকে সিলেক্ট করলেই গ্রুপ চ্যাট কিংবা গ্রুপ ভিডিও কল শুরু হয়ে যাবে।

ভিডিও চ্যাটের এই নতুন সুবিধার মাধ্যমে আপনি চাইলে নির্দিষ্ট একজন অথবা একটি ছোট গ্রুপের সঙ্গে চ্যাট করতে পারবেন।

আপনি চাইলে ভিডিও কলের মাঝখানেই কলটি মিনিমাইজ করে কথা বলতে বলতেই ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন।

গত কয়েক মাস ধরেই ইনস্টাগ্রামের মাধ্যমে ভিডিও কল করার গুজব শোনা যাচ্ছিল। তবে ফেসবুক মালিকানাধীন জনপ্রিয় এ অ্যাপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো এতদিনে। তবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়নি একবারে কয়জনের সঙ্গে ভিডিও কল করা যাবে।

ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা ইনস্টাগ্রামের ভিডিও চ্যাটের সুবিধা নিয়ে আসছি, এবং এর মাধ্যমে ব্যবহারকারীরা যেসব বন্ধুরা দূরে থাকে তাদের সঙ্গে আরও সুন্দরভাবে সময় কাটাতে পারবে।

প্রযুক্তি বিশ্লেষকরা জানান, ভিডিও কলের এই ঘোষণার মাধ্যমে ইনস্টাগ্রাম এখন শুধু ছবি আর ভিডিও শেয়ারের ওয়েবসাইট হিসেবে থাকলো না, এটি একটি পরিপূর্ণ ম্যাসেজিং প্ল্যাটফরম হিসেবে নিজেদের যাত্রা শুরু করলো।

উপরে