অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্মার্টফোন নির্মাতা এখন হুয়াওয়ে
২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রিতে অ্যাপলকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছে হুয়াওয়ে।
বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইডিসি, ক্যানালিস এবং স্ট্রাটেজি অ্যানালিটিকস-এর তথ্যানুসারে এই প্রান্তিকে হুয়াওয়ে স্মার্টফোন সরবরাহ করেছে মোট ৫.৪ কোটি। অ্যাপলের আইফোন সরবরাহ হয়েছে মোট ৪.১৩ কোটি। আর শীর্ষে থাকা স্যামসাংয়ের স্মার্টফোন সরবরাহ সংখ্যা ৭.৩ কোটি।
আইডিসির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “হুয়াওয়ে দ্বিতীয় স্থানে আসায় ২০১০ সালের দ্বিতীয় প্রান্তিকের পর এবারই প্রথম স্মার্টফোন বাজারের শীর্ষ দুই স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে নেই অ্যাপল।”
বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের ২০.৯ শতাংশ ছিল স্যামসাংয়ের দখলে। হুয়াওয়ে এবং অ্যাপলের দখলে যথাক্রমে ১৫.৮ শতাংশ এবং ১২.১ শতাংশ।
সেপ্টেম্বরে নতুন তিনটি আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। তাই হুয়াওয়ে’র দ্বিতীয় অবস্থান বেশি দিন স্থায়ী নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এক বছরে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহ বেড়েছে মোট ৪১ শতাংশ। প্রতিষ্ঠানের সহযোগী ব্র্যান্ড ‘অনার’ এতে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছে আইডিসি। চীনের বাইরে অনার ব্র্যান্ডের প্রায় ৪০ লাখ ডিভাইস বিক্রি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।