শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 September, 2018 01:18

রোহিঙ্গাবিরোধী প্রচারণা ঠেকাতে ফেসবুকের বার্মিজ অনুবাদ বন্ধ

রোহিঙ্গাবিরোধী প্রচারণা ঠেকাতে ফেসবুকের বার্মিজ অনুবাদ বন্ধ
মিয়ানমারের ইয়াঙ্গুনের লাথা স্ট্রিটের একটি দোকানে একটি ফেসবুক পেজ দেখছেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী
মেইল রিপোর্ট :

ফেসবুকে অন্য ভাষা থেকে বার্মিজ ভাষায় অনুবাদের অপশন বন্ধ করে দেয়া হয়েছে। ফেসবুকের বার্মিজ অনুবাদ ব্যবহার করে মিয়ানমারে রোহিঙ্গাবিরোধী পোস্ট ও মন্তব্য করা হচ্ছে রয়টার্সের এমন এক প্রতিবেদনের পর এই পদক্ষেপ নিলো সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

গেল ১৫ আগস্ট এ নিয়ে একটি তদন্ত প্রতিবেদন করে যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স। তাদের ওই প্রতিবেদনে দেখা যায়, ফেসবুকের ট্রান্সলেট ফিচারে ত্রুটি রয়েছে।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, গত ২৮ আগস্ট বার্মিজ অনুবাদ ফিচারটি ‘বন্ধ’ করে দেয়া হয়েছে। তিনি বলেন, রয়টার্সের ওই প্রতিবেদন এবং ব্যবহারকারীদের ফিডব্যাকের কারণে আমরা এমনটা করেছি।

ওই মুখপাত্র আরও বলেন, আমরা অনুবাদের মান উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি এবং সেটি হওয়া পর্যন্ত মিয়ানমারে এই ফিচারটি বন্ধ থাকবে।

তবে মিয়ানমারের প্রধান ভাষা বার্মিজে অনুবাদের ক্ষেত্রে আগেও সমস্যার মুখোমুখি হয়েছিল ফেসবুক। এর আগে গেল এপ্রিলে ফেসবুক তাদের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ নিয়ে বার্মিজ ভাষায় যে অনুবাদ প্রকাশ করে সেটিও ত্রুটিপূর্ণ ছিল।

অনেক আগে থেকেই ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ যে, এই মাধ্যমটি ব্যবহার করে মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। আর গেল এপ্রিলে ভক্স নামের একটি মার্কিন অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে সেটি স্বীকারও করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

উপরে