ভারতে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের বিরুদ্ধে সমন জারি
মেইল ডেস্ক :
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে সমন জারি করেছে ভারত। বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি (তথ্যপ্রযুক্তি) ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ভারতীয় দপ্তরে এই সমন পাঠিয়েছে।
৬ মার্চ এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সংসদীয় কমিটির সদস্যরা।
জানা গেছে, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় ‘নাগরিকদের নিরাপত্তা অধিকার’ নিয়ে ওই প্রতিনিধিদের অভিমত শুনবে সংসদীয় প্যানেল। একই বিষয় নিয়ে গত সোমবার টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির সঙ্গেও আলোচনা হয়েছে তাদের।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের কারণে যেভাবে গণপিটুনির ঘটনা বাড়ছে, তাতে উদ্বিগ্ন কমিটি। এক্ষেত্রে করণীয় কী, তা চূড়ান্ত করতেই বৈঠক আয়োজন করেছে তারা।