শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 March, 2019 03:20

চাকরির ইন্টারভিউ নেবে রোবট

চাকরির ইন্টারভিউ নেবে রোবট
মেইল ডেস্ক :

প্রযুক্তির এই যুগে অনেক বিস্ময়কর ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় এবার দেখা গেলো সম্পূর্ণ ভিন্নধর্মী এক বিষয়। প্রযুক্তিভিত্তিক সাইট ম্যাশেবল বলছে, আগামী বছর থেকে নাকি চাকরির ইন্টারভিউ নেবে রোবট। ইতোমধ্যে এই রোবট প্রদর্শন করা হয়েছে।

রোবটটি লম্বায় ১৬ ইঞ্চি। নাম-টেঙ্গি। বলা হচ্ছে, আগামী কয়েক বছরে ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে এটা বেশ জনপ্রিয়তা লাভ করবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান সব ধরনের স্বজনপ্রীতির বাইরে গিয়ে কর্মী নিয়োগ দিতে চায়, তাদের জন্য বেশ সহায়ক হবে এটি।

টেঙ্গি সবার সঙ্গে একই সুরে, একইভাবে কথা বলতে সক্ষম। ফলে ইন্টারভিউ নেয়ার ক্ষেত্রে তার কোনও সমস্যা হবে না। এমনকি সাক্ষাৎকার দাতাদের দেয়া উত্তর নিরপেক্ষভাবে বিচার করে সম্পূর্ণ প্রতিবেদন মনুষ্য কর্মকর্তার হাতে হস্তান্তর করবে। তারপর সেই প্রতিবেদন দেখে কর্মী নিয়োগ দিতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

এই রোবটটি তৈরি করেছে সুইডেনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সোশ্যাল রোবটিক্স কোম্পানি ফোরহাট। প্রায় ৪ বছর গবেষণা করে এটি তৈরি করেছে তারা যা মানুষের স্বর এবং অঙ্গভঙ্গি নকল করতে পারে।

চলতি বছরের মে মাসে টেঙ্গি প্রথম বাজারে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে আগামী বছর এটা বেশ জনপ্রিয়তা পাবে বলে উল্লেখ করেছে এর নির্মাতারা।

উপরে