শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 April, 2019 02:07

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারতে যাওয়ার কারণ কী?

বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পর্যটক ভারতে যাওয়ার কারণ কী?
ঢাকা অফিস :

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন দপ্তরের হিসাব মতে, দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক পর্যটক যায় বাংলাদেশ থেকেই। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। 

২০১৮ সালের রিপোর্টটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। অবশ্য এতে ২০১৭ ও ২০১৮ সালের তথ্য তুলে ধরা হয়েছে।

২০১৭ সালে এক কোটির বেশি বিদেশি পর্যটক ভিসায় ভারত যায়, যা আগের বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি। এ বছর যে দেশগুলো থেকে বেশি সংখ্যক পর্যটক ভারতে গেছে, সেগুলোর শীর্ষে আছে বাংলাদেশ।

রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন বাংলাদেশি পর্যটক ভিসায় ভারতে গেছে। এর পরের স্থান যুক্তরাষ্ট্রের। দেশটির ১৩ লাখ ৭৬ হাজার ৯১৯ জন পর্যটক ভিসায় ভারত ভ্রমণ করে।

এই দুই দেশের পর আছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স। প্রশ্ন হলো বাংলাদেশিদের পর্যটক ভিসায় ভারত ভ্রমণের সংখ্যা দিনের পর দিন বাড়ছে কেন?

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান বলেন, ভারতে বাংলাদেশি পর্যটক বাড়ার মূল কারণ ভারতীয় ভিসা নীতির সহজীকরণ। বাংলাদেশের জেলা শহরেও ভারতীয় ভিসা কেন্দ্র স্থাপিত হয়েছে। এছাড়া কাশ্মীর, লাদাখ ও সিকিমের মতো আকর্ষণীয় জায়গাগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে দেশটি।

এই ঢাবি শিক্ষক আরও বলেন, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই ও কলকাতায় বাংলাদেশি রোগীর সংখ্যা বাড়ছে। রোগীরা মেডিকেল ভিসায় গেলেও পরিবারের অনেকেই পর্যটক ভিসায় গিয়ে তাদের সহায়তা করেন।

তিনি বলেন, ধর্মীয় অনুভূতি থেকে মুসলমানরা ভারতের আজমির এবং হিন্দুরা বিভিন্ন তীর্থস্থানে যায়। বছরজুড়ে ব্যবসায়ীদের পাশাপাশি কেনাকাটা করতে অনেক বাংলাদেশি ভারতে যান একা বা পরিবারসহ।

উপরে