শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 August, 2019 13:10

পর্যটক টানতে ফ্রি ভিসা চালু করলো শ্রীলঙ্কা

পর্যটক টানতে ফ্রি ভিসা চালু করলো শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার পতাকা নিয়ে ব্যস্ত এক নিরাপত্তাকর্মী
মেইল ডেস্ক :

পর্যটকদের জন্য বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসা চালু করেছে শ্রীলঙ্কা। প্রায় ৫০টি দেশের নাগরিকরা এই ফ্রি ভিসার সুযোগ পাবেন।

বুধবার (৩১ জুলাই) দেশটির সরকারের পক্ষ থেকে পর্যটনমন্ত্রী জন অমারাতুঙ্গা এ ঘোষণা দেন। এর ফলে থাইল্যান্ড, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ড, কম্বোডিয়া, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং রাশিয়াসহ প্রায় ৫০টি দেশের নাগরিকরা এই ফ্রি ভিসার সুযোগ পাবেন।

শ্রীলঙ্কার পর্যটনমন্ত্রী বলেন, পর্যটক বা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে শ্রীলঙ্কা ভ্রমণ করবেন, তারা অন অ্যারাইভাল বা অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে ভিসা পাবেন। আর বৃহস্পতিবার (০১ আগস্ট) থেকে শুরু হয়ে দেশটির এই ফ্রি ভিসা কার্যক্রম পরবর্তী ছয় মাস পর্যন্ত বহাল থাকবে।

দেশটিতে পর্যটক টানতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যদি আমাদের এই উদ্যোগ ব্যর্থ হয়, তবে আমরা পরে এটি বাতিল করবো।

গত ২১ এপ্রিল শ্রীলঙ্কার বেশ কিছু বিলাসবহুল হোটেল এবং গির্জায় ভয়াবহ বোমা হামলা চালানো হয়। এতে ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়। যার মধ্যে ৪২ জনই ছিলেন বিদেশি নাগরিক।

সন্ত্রাসী ওই হামলার পর বিভিন্ন দেশ থেকে শ্রীলঙ্কায় পর্যটকদের সংখ্যা কমতে থাকে। কারণ ওই হামলাকে কেন্দ্র করে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের শ্রীলঙ্কা ভ্রমণের ওপর সতর্কতা জারি করে। এতে দেশটির পর্যটনখাতে ধস নামে।

দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পর্যটকদের আশ্বস্ত করেছেন যে, শ্রীলঙ্কা এখন পর্যটকদের জন্য নিরাপদ এবং আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

সরকারি এক তথ্যানুযায়ী, গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে শ্রীলঙ্কায় ভ্রমণ করতে আসা পর্যটকের হার কমেছে ৪৫ শতাংশ। তবে গত জুনের তুলনায় জুলাইয়ের সে সংখ্যার ব্যাপক উন্নতি হয়েছে।

দেশটির জিডিপিতে পর্যটনখাতের অবদান ৪ দশমিক ৯ শতাংশ। এছাড়া প্রায় ১০ লাখ শ্রীলঙ্কান সরাসরি ও দুই লাখ পরোক্ষভাবে এ খাতের উপর নির্ভরশীল। 

উপরে