কুরআন হেফজ করলেন মিশরের ১০ বছরের দৃষ্টি প্রতিবন্ধী ইসরা
মিশরের ১০ বছরের ইসরা মুহাম্মাদ দৃষ্টি প্রতিবন্ধী। দীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
ইসরা মুহাম্মাদ মিশরের আসওয়ান প্রদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ‘আন-নুরু ওয়াল আমাল’ স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
দৃষ্টিশক্তির সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়া সত্ত্বেও দীর্ঘ ৫ বছর চেষ্টার পর সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন ইসরা। তিনি তার খালার সাহায্যে এ কুরআন হেফজ করেছেন। তার খালা সেদেশের একটি কুরআন হেফজ প্রশিক্ষণ সেন্টারের শিক্ষিকা।
ইসরা বলেন, কুরআন মুখস্থ করার জন্য আমি প্রতিদিন কুরআন তিলাওয়াত করতাম এবং এখন প্রতিদিন কুরআন না পড়লে আমার ভালো লাগে না। সম্পূর্ণ কুরআন হেফজ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন ইসরা। কারণ এর মাধ্যমে তিনি জীবনের সফলতা খুঁজে পেয়েছেন।
তিনি আরও বলেন, কুরআনের হাফেজ হওয়ার কারণে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। সবশেষ গত রমজান মাসে রেডিওতে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।
নিউইয়র্ক মেইল/মিশর/২৩ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম