শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 March, 2018 22:02

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে জাতিসংঘ

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে জাতিসংঘ
মেইল ডেস্ক :

 সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল গৌতা’র স্থানীয় জনগণকে আবারো সাহায্য করার চেষ্টা করবে জাতিসংঘের একটি দল। 

সাহায্য নিয়ে বৃহস্পতিবার অঞ্চলটিতে প্রবেশ করার কথা আছে তাদের। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মত সাহায্যার্থে এগিয়ে আসছে জাতিসংঘ।

অঞ্চলটিতে বিপদগ্রস্থ অবস্থায় আছে প্রায় ৪ লক্ষ মানুষ। তাদের সাহায্যার্থে এর আগেও এগিয়ে এসেছিল জাতিসংঘ কিন্তু তারা তেমনভাবে সফল হতে পারেনি। সাহায্য নিয়ে চলতি সপ্তাহের সোমবার ৪৬টি ট্রাক প্রবেশ করলেও তারা তাদের কাঙ্খিত ফলাফল পাননি কারণ অতিরিক্ত বোমাবর্ষণের কারণে তারা স্বাভাবিকভাবে তাদের কাজ পরিচালনা করতে পারেননি।

বিপদগ্রস্থ ব্যক্তিদর জন্য সাহায্য নিয়ে যাওয়া ট্রাকগুলোকে অঞ্চলটিতে প্রবেশ করতে দেয়ার জন্য আবেদন জানিয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতারেস। 

জাতিসংঘের এক মুখপাত্র লিনডা টম বলেন, এবার প্রায় ৭০ হাজার মানুষের কাছে সাহায্য পৌছানোর পরিকল্পনা আছে। তাছাড়া তাদের কাছে ঔষধও পাঠানো হবে, যা গত সোমবার আমরা পাঠাতে পারিনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ১৮ তারিখে সিরিয়ান সেনারা পূর্ব গৌতাতে বোমা হামলা শুরু করে এবং তাদের বিভিন্ন সময়ের হামলায় এখন পর্যন্ত ৮৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে একটি পরিসংখ্যানে জানানো হয়।

সূত্র: এএফপি

উপরে