সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করবে জাতিসংঘ
সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল গৌতা’র স্থানীয় জনগণকে আবারো সাহায্য করার চেষ্টা করবে জাতিসংঘের একটি দল।
সাহায্য নিয়ে বৃহস্পতিবার অঞ্চলটিতে প্রবেশ করার কথা আছে তাদের। চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মত সাহায্যার্থে এগিয়ে আসছে জাতিসংঘ।
অঞ্চলটিতে বিপদগ্রস্থ অবস্থায় আছে প্রায় ৪ লক্ষ মানুষ। তাদের সাহায্যার্থে এর আগেও এগিয়ে এসেছিল জাতিসংঘ কিন্তু তারা তেমনভাবে সফল হতে পারেনি। সাহায্য নিয়ে চলতি সপ্তাহের সোমবার ৪৬টি ট্রাক প্রবেশ করলেও তারা তাদের কাঙ্খিত ফলাফল পাননি কারণ অতিরিক্ত বোমাবর্ষণের কারণে তারা স্বাভাবিকভাবে তাদের কাজ পরিচালনা করতে পারেননি।
বিপদগ্রস্থ ব্যক্তিদর জন্য সাহায্য নিয়ে যাওয়া ট্রাকগুলোকে অঞ্চলটিতে প্রবেশ করতে দেয়ার জন্য আবেদন জানিয়েছেন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতারেস।
জাতিসংঘের এক মুখপাত্র লিনডা টম বলেন, এবার প্রায় ৭০ হাজার মানুষের কাছে সাহায্য পৌছানোর পরিকল্পনা আছে। তাছাড়া তাদের কাছে ঔষধও পাঠানো হবে, যা গত সোমবার আমরা পাঠাতে পারিনি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির ১৮ তারিখে সিরিয়ান সেনারা পূর্ব গৌতাতে বোমা হামলা শুরু করে এবং তাদের বিভিন্ন সময়ের হামলায় এখন পর্যন্ত ৮৬৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে একটি পরিসংখ্যানে জানানো হয়।
সূত্র: এএফপি