শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 March, 2018 22:05

‘মি টু’ ও ‘টাইমস আপ’ এর সাথে একাত্বতায় নারী দিবস পালিত

‘মি টু’ ও ‘টাইমস আপ’ এর সাথে একাত্বতায় নারী দিবস পালিত
মেইল ডেস্ক :

স্রারা বিশ্বে এই মূহুর্তে চলছে ’মি টু’ ও ‘টাইমস আপের’ ঝড়। পুরো পৃথিবীর নারীরাই নিজের উপর হওয়া যৌন নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলছেন। গোমড় ফাঁস করছেন নির্যাতনকারীর। 

একই সাথে যৌন অপরাধীকে বুঝিয়ে দিচ্ছেন ‘তোমার সময় শেষ’। এ বছরের নারী দিবসের উদযাপনে এই ঘটনাগুলোর যথেষ্ট প্রভাব পড়েছে। বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় নারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে আজ ছিলেন উচ্চকণ্ঠ।

মি টু আর টাইমস আপ ইভেন্টের সাথে সহমত পোষণ করেই অস্ট্রেলিয়ান নারীরা নারী দিবসে নিজেদের নারীত্বের মাহাত্ব্য উদযাপন করেছেন। একই সাথে তারা লৈঙ্গিক সমতার জোরালো দাবী উপস্থাপন করেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতে লৈঙ্গিক সমতায় নারীরা এখনও পুরুষদের থেকে ২১৭ বছর পিছিয়ে আছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী দিবস উপলক্ষে টুইটারে ১০৬ বছর বয়সী এক নারীকে শ্রদ্ধা জানিয়েছেন। ছত্তিসগড়ের বাসিন্দা কুনওয়ার বাইকে মোদী নিজের প্রেরণার উৎস বলে জানিয়েছেন। তিনি সকলকেই অনুরোধ করেন নিজের অনুপ্রেরণার উৎস নারীদের নিয়ে কিছু লিখতে। কুনওয়ার বাই নিজ গ্রামে একটি শৌচাগার নির্মানের জন্য নিজের সকল ছাগল বিক্রি করে দিয়েছিলেন।

এদিকে দিবসটি উদযাপনে ভিন্নরকম এক উদ্যোগ নিয়েছে রুশ পুলিশ সদস্যরা। পথে পথে নারী গাড়ি চালকদের হাতে হাতে তুলে দিচ্ছেন গোলাপ ফুল। আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, নারী গাড়ি চালককে দেখলেই থামিয়ে দিচ্ছেন পুলিশ সদস্যরা। চিন্তিত হয়ে প্রশ্ন ছুঁড়ছেন কী হয়েছে? অবাক হচ্ছে পুলিশের হাতে গোলাপ ফুল দেখেও। পরক্ষণেই মিটে যাচ্ছে সব কৌতুহল। পুলিশের হাতে ফুল উপহার পেয়ে চোখে মুখে আনন্দের ঢেউ। খুশিতে পুলিশ সদস্যদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায় নারীদের।

এদিকে টুইটারে নিজ দেশের নারীদের শ্রদ্ধা জানালো পাকিস্তান সরকার। টুইটারে তারা লিখেছে নারীর লড়াই এর প্রতি সম্মান জানাবার এটিই সেরা সময়। এই দিনটি অন্ধকারে আলো ফেলবার সেরা সময়।

পিপিপি নেতা বিলওয়ালাল ভুট্টো তার মা সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি দিয়ে লিখেছেন, ‘পাকিস্তান সবসময় সাহসী নারীদের জন্ম দেয়’।

এদিকে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধের দাবীতে যুক্তরাজ্যের নারীরা একটি শোভাযাত্রা বের করেন। সেখানে তারা মি টু আর টাইমস আপ আন্দোলনের প্রতি সমর্থন জানান। 

সূত্র: সান, গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস, ডেইলি পাকিস্তান, হাফিংটন পোষ্ট

উপরে