শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 March, 2018 01:24

পোশাক নয়, সময় এখন সৌদি নারীদের সক্ষমতা যাচাইয়ের : প্রিন্সেস রীমা

পোশাক নয়, সময় এখন সৌদি নারীদের সক্ষমতা যাচাইয়ের : প্রিন্সেস রীমা
মেইল ডেস্ক :

এখন সময় হলো সৌদি নারীদের পোশাকের চাইতে সক্ষমতা নিয়ে আলোচনার। শুক্রবার এ কথা বলেছেন প্রিন্সেস রীমা বিন্ত বান্দর। 

লন্ডনের সাথাম হাউজে শ্রোতা ঠাসা সমাবেশে সৌদি ফেডারেশন ফর কমিউনিটি স্পোর্টস (এসএফসিএস)-এর প্রেসিডেন্ট রীমা বলেন, দশকের পর দশক ধরে ঘরে-বাইরে রক্ষণশীলতা নিয়ে কথাবার্তার কারণে সৌদি নারীদের মুক্তি বাধাগ্রস্তই হতে থাকে। 

তিনি বলেন, ‘নারী অধিকারের আন্দোলনের শেষ নেই। আমরা যদি পোশাক এবং হিজাবের কথা বাদ দিয়ে আলোচনাটা সক্ষমতার দিকে ফিরিয়ে নিয়ে যাই তাহলে একটা বিজয় আসবেই।’

প্রিন্সেস রীমা বলেছেন, যারা সৌদি পরিবর্তনের দিকে অঙ্গুলি নির্দেশ করে তাদের উদ্দেশ্যে তিনি দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমরা সামাজিক অগ্রগতির বিষয়ে আন্তরিক। এ বছরের গত তিন মাস থেকে কিছু পদক্ষেপের জন্য যে সমালোচনা হচ্ছে, তা সত্যিকার অর্থেই একেবারে নিরর্থক, যুক্তিহীন।’

তিনি বলেন, ‘কোনো নেতিবাচক বিষয়কে প্রশংসা করা যায় না। আমাদের জন্য আমরা কি চাই সেটাই হলো আমাদের জন্য জিজ্ঞাস্য বিষয়। সৌদি সমাজে অভিভাবকত্বের বিষয়টি এখন থিতিয়ে আসছে। নারীরা বেরিয়ে আসছে এবং বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। কিন্তু কি পরিমাণে হচ্ছেন সেটা আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।’

এসএফসিএসের প্রধান হিসেবে নিজের ভূমিকা সম্পর্কে রীমা বলেন, তিনি সৌদি রাজতন্ত্রের খেলাধূলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ‘যেসব কর্মীরা মেশিন পরিস্কার করে, যারা প্রশিক্ষক, ডাক্তার এবং ক্রিয়াবিদ – সব কিছুই খেলাধূলার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে এবং এটাই আমার কাজ।’

ঐতিহাসিকভাবে সৌদি আরবে নারীদের খেলাধূলার ব্যাপারে খুব কমই আলোকপাত করা হয়েছে। এর কারণ নারী ক্রিয়াবিদদের ব্যাপারে কোনো অনুমোদন ছিল না এবং খোলা স্থানে তাদের চর্চা করার কোনো সুযোগ ছিল না। ভিশন ২০৩০ আলোকে খেলাধূলায় নারীদের অংশগ্রহণ ১৩ থেকে ৪০ শতাংশ বর্ধিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : আরবনিউজ

 


নিউইয়র্ক মেইল/সৌদি আরব/১০ মার্চ ২০১৮/এইচএম

উপরে