শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 March, 2018 01:31

পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে আদালতের নির্দেশ

পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে আদালতের নির্দেশ
মেইল ডেস্ক :

পাকিস্তানের বিশেষ আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক পাকিস্তানী সামরিক শাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রালয়কে।

পেশোয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, লাহোর হাইকোর্টের ইয়াওয়ার আলী এবং বেলুচিস্তান হাই কোর্টের বিচারক তাহিরা সফদার এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। 

এসময় আদালত স্বরাষ্ট্র মন্ত্রালয়কে যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে মোশাররফের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেন।

আদালতের আদেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রালয় ব্যখ্যা দিয়েছে যে, শুধু বিদেশী সম্পত্তি নয় এমনকি মোশাররফের সম্পত্তির বাজেয়াপ্ত করার ক্ষেত্রেও রয়েছে আইনি বাঁধা। পাকিস্তানে অবস্থিত মোশাররফের সম্পত্তিগুলোর সহ অংশীদারিত্ত্ব দাবী করেছেন তার স্ত্রী শেহবা মোশাররফ, কন্যা আয়লা রাজা এবং তার আরেক আত্মীয় হিদায়েতুল্লাহ খেসগি।

এ সময় আদালত রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আকরাম শেখের কাছে আদালত জানতে চান মোশাররফের অনুপস্থিতেতে তার বিচারকাজ চালিয়ে যাওয়া সম্ভব কিনা, যেহেতু ইত্যোমধ্যেই তিনি আদালতের আদেশ অমান্য করে আদালত অবমাননা করেছেন।

জবাবে কৌঁসুলি আকরাম শেখ আদালতকে জানান, ২০১৪ সালেই সমস্ত তথ্যপ্রমাণ আদালতের কাছে হস্তান্তর করেছে বাদীপক্ষ। কিন্তু সাড়ে চার বছরের অধিক সময় ধরে মুলতবি থাকা আদালতের বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে মোশাররফের সশরীরে উপস্থিত থাকা জরুরী।

এ প্রসঙ্গে তিনি ২০১৬ সালে দেয়া সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের দেয়া ওই রায়ে, আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে বিচারকার্য পরিচালনা না করার আদেশ দিয়েছিলেন আদালত।

বিশেষ আদালতের প্রধান ইয়াহিয়া আফ্রিদি জানান যে, শুধুমাত্র মোশাররফের আত্মসমর্পণ বা গ্রেফতারের পরেই আদালত তার বিচারপ্রক্রিয়া শেষ করতে পারবেন।

প্রসঙ্গত, এর প্রেক্ষিতেই আদালত পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রালয়কে সাবেক এই স্বৈরশাসককে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিলেন। ২০০৭ সালে জরুরী অবস্থা জারী করে মোশাররফ সংবিধান লঙ্ঘন করেছেন এই অভিযোগে তার বিচারকার্য চলছে পাকিস্তানের এই বিশেষ আদালতে। 

সূত্র : দ্যা ডন

 


নিউইয়র্ক মেইল/পাকিস্তান/১০ মার্চ ২০১৮/এইচএম

উপরে