আর্থিক কেলেঙ্কারির জেরে পদত্যাগ করছেন আফ্রিকার একমাত্র নারী প্রেসিডেন্ট
আর্থিক কেলেঙ্কারির জেরে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন আফ্রিকা মহাদেশের একমাত্র নারী প্রেসিডেন্ট।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার নিজের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগকে কেন্দ্র করে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন মরিশাসের প্রেসিডেন্ট আমীনা গুরীব ফাকিম।
বিবিসি আরও জানায়, একটি দাতব্য সংস্থার ব্যাংক কার্ড ব্যবহার করে হাজার হাজার ডলারের পণ্য ক্রয় করায় তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির ৫০ তম স্বাধীনতা বার্ষিকীর উৎযাপনের পরপরই তার পদত্যাগ করার কথা রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, এ ব্যাপারে আমীনা নিজেকে নির্দোষ দাবী করেছেন। তিনি এও বলেন, খরচ করা সব অর্থ তিনি আগেই পরিশোধ করে দিয়েছেন।
উল্লেখ্য, আফ্রিকা মহাদেশের একমাত্র নারী প্রেসিডেন্ট হিসেবে নাম ছিল আমীনার। তিনি ছিলেন এক বিখ্যাত গবেষক এবং বিজ্ঞানী। তাকে ২০১৫ সালে মরিশাসের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছিল।
নিউইয়র্ক মেইল/মরিশাস/১০ মার্চ ২০১৮/এইচএম