শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 March, 2018 01:49

ফিলিস্তিনিদের জন্য কালো আইন পাস করলো ইসরায়েল

ফিলিস্তিনিদের জন্য কালো আইন পাস করলো ইসরায়েল
মেইল ডেস্ক :

জেরুজালেমে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নিতে বিতর্কিত আইন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পাস হয়েছে। এ আইন পাসের খবরে প্রতিবাদ হয়েছে ফিসিলিস্তিনে। 

নতুন এ আইন অনুযায়ী, কোনো ফিলিস্তিনি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে অস্বীকার করলেই তাকে জেরুজালেমে বসবাস নিষিদ্ধ করতে পারবে কর্তৃপক্ষ। একই সঙ্গে মিথ্যা তথ্য প্রদান ও অপরাধ কর্মে জড়িত থাকার বিবেচনাতেও ফিলিস্তিনিদের বসবাসের অধিকার কেড়ে নেয়া যাবে। আইনটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবাধ ক্ষমতা প্রয়োগের সুযোগ দেয়া হয়েছে।

এমনকি তথ্যের সত্য-মিথ্যা বা অপরাধ-নিরপরাধ চিহ্নিত করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ইসরাইলি স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়ে দেরি টুইটারে এক বিবৃতিতে বলেন, এ আইনের আওতায় ইসরায়েলিদের নিরাপত্তার সুরক্ষা দিতে পারবেন তিনি।

এদিকে  আইনটিকে চরম বর্ণবাদী  উল্লেখ করেছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।

এক বিবৃতিতে পিএলও জানিয়েছে, জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার অনৈতিকভাবে কেড়ে নেয়া এবং নিজেদের শহরে বসবাসরত ফিলিস্তিনিদের অধিকার বঞ্চিত করার মধ্য দিয়ে ইসরায়েল সরকার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ।


সূত্র: আল-জাজিরা।

 

 

নিউইয়র্ক মেইল/ইসরায়েল/১০ মার্চ ২০১৮/এইচএম

উপরে