নারী বৈমানিক নেবে ইরান এয়ার
মেইল ডেস্ক :
নারী বৈমানিক নিয়োগে বিজ্ঞাপন দিয়েছে ইরান এয়ার।
ইরান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানেহ শারাফবাফি দায়িত্ব নেওয়ার পর বৈমানিক হিসেবে আরো অধিক নারী রিক্রুট করতে চাচ্ছে ইরানের জাতীয় বিমান সংস্থাটি।
ইরানের সড়ক ও শহর উন্নয়ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ইরান এয়ারের প্রধান নির্বাহির বরাত দিয়ে এ খবর দিয়েছে ফিনান্সিয়াল ট্রিবিউন।
ইরানের এভিয়েশন শিল্পে বর্তমানে ৪ হাজার নারী কাজ করছে। এর মধ্যে ইরান এয়ারে কাজ করছে ১৭৮০ জন নারী যাদের মধ্যে ১৬ শতাংশ কাজ করছে ব্যবস্থাপনা পদে।