শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 March, 2018 11:42

বালিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ, বাতিল ৫শ’ ফ্লাইট

বালিতে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট বন্ধ, বাতিল ৫শ’ ফ্লাইট
ফাইল ছবি
মেইল ডেস্ক :

পর্যটকদের মিলনমেলা ইন্দোনেশিয়ার বালিতে আগামী শনিবার ২৪ ঘণ্টা টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকছে। 

জানা গেছে, দেশটির অন্যতম একটি ধর্মীয় উৎসব ‘নায়েপি’আয়োজন উপলক্ষে বালি দ্বীপের টেলিফোন কোম্পানি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা টেলিফোন, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মোবাইল ফোন এবং সোশাল মিডিয়ার সাইটগুলোতে স্থানীয় বাসিন্দারা যেতে পারবেন না।

আগামী শনিবার বালিতে 'নায়েপি' পালিত হবে। বালি দ্বীপের হিন্দু জনগোষ্ঠী এই দিনটিকে নীরবতার দিন হিসেবে পালন করে থাকেন। এ দিনটি উদযাপনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী ইন্দোনেশিয়ান হিন্দুরা নতুন বছরকে স্বাগতম জানায়। আগুন, ভ্রমণ, শারীরিক কর্মকাণ্ড এবং বিনোদন ছাড়া তারা দিনটি অতিবাহিত করে। কেউ কেউ আবার এই দিনে পুরোপুরি উপবাস অবস্থায় থাকে এবং কারো সঙ্গে কথা বলে না।   

ইন্দোনেশিয়ান হিন্দু সোসাইটির প্রধান গুষ্টি এনগুরা সুদাইনা এই বিষয়ে বলেন, ‘আসুন, অন্তত একদিন ইন্টারনেট থেকে মুক্তি নেই’। বছরে অন্তত একদিন প্রযুক্তি বাদ নিজেদের দিকে দৃষ্টি ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিন স্থানীয় বিমানবন্দরও বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। বালির এনগুরা রাই বিমানবন্দরের জেনারেল ম্যানেজার ইউনুস সুপ্রায়োগি বলছেন, বিমানবন্দর বন্ধ থাকার সময়টাতে ২৪৪টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

ইন্দোনেশিয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা নিওমান সাজায়ম বলছেন, নীরবতার দিনটি পালনের জন্য টিভি এবং রেডিও সম্প্রচারও বন্ধ থাকবে।

গেলো বছরও বালির হিন্দু ধর্মাবলম্বীরা এই দিবস উপলক্ষে সকল ধরনের যোগাযোগ বন্ধ করে দেবার দাবী উঠিয়েছিল। কিন্তু এবারই প্রথমবারের মতো ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেবার দাবীকে মেনে নেয় ইন্দোনেশিয়া সরকার।

সূত্র: বিবিসি 

উপরে