শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 March, 2018 23:54

পদত্যাগ করলেন আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান

পদত্যাগ করলেন আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান
মেইল ডেস্ক :

আফ্রিকার একমাত্র নারী রাষ্ট্রপ্রধান মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম পদত্যাগ করেছেন। প্রেসিডেন্টের আইনজীবী ইউসুফ মোহামেদ বলেছেন, আগামী শুক্রবার তিনি অফিস ছাড়বেন। 

ক্রেডিট কার্ড কেলেঙ্কারির ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট আমিনাহ। এর জেরে এই পদত্যাগের ঘোষণা এলো।

শনিবার ইউসুফ মোহামেদ বলেছেন, প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। তবে প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে কোনো বিবৃতি জারি করা হয়নি।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ১২ মার্চ পদত্যাগ করবেন। কিন্তু প্রেসিডেন্ট আমিনাহ তখন পদত্যাগ না করায় সাংবিধানিক সঙ্কট তৈরি আশঙ্কা দেখা দেয়।

স্থানীয় একটি পত্রিকা ফেব্রুয়ারিতে এক প্রতিবেদনে জানায়, সুপরিচিত বিজ্ঞানী ও দেশের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনাহ প্ল্যানেট আর্থ ইনস্টিটিউটের (পিইআই) দেয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে লন্ডনে জুয়েলারি ও পোশাক কেনেন। ওই পত্রিকা জানাচ্ছে, ডক্টরেট প্রোগ্রামকে প্রোমোট করতে ওই ক্রেডিট প্রেসিডেন্টকে দেয়া হয়েছিল। কিন্তু এনজিওটির অবৈতনিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা প্রেসিডেন্ট আমিনাহ লন্ডনে ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছেন।

এদিকে প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, তার কাছে ওই ব্যাংকের দুটি একই রকম কার্ড আছে। তাই তিনি ভুলে পিইআইয়ের দেয়া কার্ড ব্যবহার করে ফেলেছেন।

সূত্র: বিবিসি

উপরে