শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 March, 2018 23:59

শি জিনপিং এর নীতিমালা পরিবর্তন

শি জিনপিং এর নীতিমালা পরিবর্তন
মেইল ডেস্ক :

আজীবনের প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্য বাস্তবায়নে চীনা সরকার কাঠামোয় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। গত শনিবার দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেস এসেম্বলি এই সংক্রান্ত প্রস্তাব পাশ করেছে।

নতুন এই কাঠামোগত পরিবর্তনের আওতায় থাকছে বিশেষ শক্তিশালী ও বৃহৎ আকারের পরিবেশ মন্ত্রালয়, যা দেশটির ক্রমবর্ধমান পরিবেশদূষণ রোধ করতে কার্যকরী ভূমিকা রাখবে। তবে মুলত, চীনা সরকার ও প্রশাসনের কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যেই এই প্রস্তাব পাশ করা হয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ১৯৭০ এর দশকে মাও সেতুং শাসনের পর এই প্রথম চীনা শাসন কাঠামোয় এত বড় পরিবর্তন আনা হচ্ছে।

চীনা সরকারি গণমাধ্যম জানিয়েছে নতুন এই পরিকল্পনার আওতায় সরকারি মন্ত্রালয়গুলিকে ৮টি প্রধান মন্ত্রলয়ের অধীনে আনা হবে, ফলে সরকারি কাজের গতি ও সক্ষমতা বৃদ্ধি পাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চীন অধ্যয়ন কেন্দ্রের প্রধান রানা মিত্র বলেন, ‘আপাতদৃষ্টিতে এটাই মনে হচ্ছে প্রেসিডেন্ট শি’র ইচ্ছানুসারে দুর্নীতি দমন, অর্থনৈতিক পুনর্গঠন এবং পরিবেশগত সুরক্ষার উপর কেন্দ্র করেই এই পরিবর্তন আনা হচ্ছে।’

রানা মিত্রের মতে, নতুন এই পরিবর্তনগুলোর ফলে চীন আরো নিয়ন্ত্রিত এবং সহজে অনুমান করা যায় এমন এক শাসনকাঠামো প্রবর্তন করবে, ফলে বিনিয়োগকারীদের জন্য ব্যবসানুকুল পরিবেশ সৃষ্টিতে তারা সক্ষম হবে। 


সূত্র: সিএনএন

উপরে