শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 March, 2018 01:24

গভর্নর পদে নির্বাচন করবেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিও

গভর্নর পদে নির্বাচন করবেন ব্রাজিলের সাবেক ফুটবলার রোমারিও
আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের রিও ডি জেনেরিও’র গভর্নর পদে নির্বাচন করবেন ব্রাজিলের সাবেক ফুটবল তারকা রোমারিও ডি সুজা। 

আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের কান্ডারি ছিলেন এই খেলোয়াড় এবং ব্রাজিল সেবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল।

তিনি দেশটির ‘পোদেমস’ দলের হয়ে এবারের নির্বাচনে প্রতিযোগীতা করবেন। ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এর আগে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিনি।

বর্তমান সময়ে রিও ডি জেনেরিওর অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে সহিংসতা এবং অঞ্চলটি প্রায় দেউলিয়া হওয়ার পথে। বিশ্বকাপ জয়ী রোমারিও বলেন, তিনি এসব সমস্যা দূর করতে কাজ করবেন।

৫২ বছর বয়সী এ তারকা বলেন, ‘বর্তমানে বিশৃঙ্খল পরিবেশ চলছে এবং এটির পরিবর্তন দরকার, পরিবর্তনটা অতি জরুরী। রিওতে সবসময় নিরাপত্তা সমস্যা ছিল কিন্তু এখনকার মত নয়। আমার কখনই এমন দ্বায়িত্ব পালন করার অভিজ্ঞতা নেই। ইশ্বর যদি চায় এবং আমি যদি সুযোগ পাই তবে পুরো জীবনের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।’

রোমারিওর বিরুদ্ধে অর্থ লুকানোর অভিযোগ উঠেছে এবং এ ব্যাপারে পুলিশি তদন্ত চলছে। তবে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সাবেক এই ব্রাজিলিয়ান ফুটবলার স্পেনের ক্লাব বার্সেলোনার হয়েও দীর্ঘদিন খেলেছেন।

প্রসঙ্গত, রোমারিও বিশ্ব ফুটবল মঞ্চে সবচেয়ে পরিচিত খেলোয়াড়দের একজন। তাঁর অসাধারণ নৈপুণ্য ব্রাজিলকে ১৯৯৪ সালে চতুর্থবারের মত বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রাজিল জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে রোমারিও সর্বকালের সবচেয়ে বেশি সংখ্যক গোলদাতাদের একজন।

১৯৯৪ সালে ফিফা তাঁকে ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত করে। একই বছর তিনি গোল্ডেন বল বিজয়ীর সম্মান অর্জন করেন। এছাড়াও ফিফার শততম বর্ষপূর্তিতে ঘোষিত সেরা ১২৫ বেঁচে থাকা ফুটবলার-এর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়।

উপরে