শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 March, 2018 20:51

অনলাইনে কাবা শরিফের গিলাফ বিক্রির ঘোষণা!

অনলাইনে কাবা শরিফের গিলাফ বিক্রির ঘোষণা!
মেইল ডেস্ক :

১৯৯১ সালে পবিত্র কাবা শরিফে ব্যবহার করা গিলাফ অনলাইনে বিক্রির ঘোষণা করেছেন সৌদি আরবের এক ব্যক্তি। আর তার দাম হাঁকিয়েছেন ৮০ মিলিয়ন সৌদি রিয়াল, যা বাংলাদেশি টাকায় সাড়ে ১৭ কোটি টাকা। অবাক হবার কিছু নেই। প্রথম কাবা শরিফের গিলাফ বিক্রির ঘোষাণা, এতো দামতো হবেই। 

গিলাফটি আসল তা প্রমাণ করার জন্য তিনি ঘোষণায়  কাবা শরিফের তত্ত্বাবধায়ক পরিবার আল শাবি’র নাম যুক্ত করেছেন। এমনকি এই গিলাফ বিক্রির জন্য মক্কার প্রশাসন তাকে অনুমতি দিয়েছে বলেও দাবি করেন তিনি।

কিন্তু বাস্তবতা হচ্ছে গিলাফ বিক্রির ছবিটি নকল। এ বিষয়ে গণমাধ্যমে খবর হওয়ার পর বিজ্ঞাপন সংস্থা ছবিটি ডিলিট করে দেয়।

আর আল শাবি পরিবারের মুখপাত্র ওই ব্যক্তির গিলাফ বিক্রির ঘোষণা অবৈধ ও তাদের পরিবারের অনুমতি পাওয়ার দাবি অস্বীকার করেছেন। এছাড়া মক্কা প্রশাসানের মুখপাত্র সুলতান আল দোসারি জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে মামলা করা হবে।

প্রতি বছর ঈদুল আজহার আগে ৯ জিলহজ তারিখে কাবা শরিফের গিলাফ পরিবর্তন করা হয়। আর প্রতিটি গিলাফ অত্যন্ত যত্নসহকারে মক্কা প্রশাসনের তত্ত্বাবধানে রাজকীয় গুদামে সংরক্ষিত থাকে।

৬৭০ কেজি ওজনের সিল্কি কালো এই গিলাফে ১২০ কেজি সোনা দিয়ে কারুকাজ করা থাকে।

কাবা শরিফের গিলাফ তৈরির পরিচালক ড. মোহাম্মদ বেগুদা জানান, প্রতি বছরই নতুন গিলাফ তৈরি করা হয় এবং পুরনো গিলাফ নির্ধারিত কমিটি সেটি সংরক্ষণ করে থাকে।

সাধারণত ভারত, মিশর, তুর্কি, লন্ডন ও প্যারিসে এই গিলাফ তৈরি করা হয়।

উপরে