রাখাইনে জাতিসংঘের কার্যক্রম বন্ধ করবে মিয়ানমার!
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের জাতিগত নিধনের অভিযোগ করেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সংস্থাগুলো যাতে রাখাইনে প্রবেশ করতে না পারে সেজন্য আইন প্রণয়ন করতে যাচ্ছে মিয়ানমার।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলোর (আইএনজিও) কার্যক্রম বন্ধে আইন প্রণয়ন করার প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এ বিষয়ে একটি আইনের খসড়া প্রস্তাব প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।
আইনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, মিয়ানমারের কর্মকর্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
জানা গেছে, আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর প্রতিনিধিরা এবং কূটনীতিকরা পার্লামেন্টারি কমিটির সদস্যদের সঙ্গে লবিং করার চেষ্টা করছে যেন তারা আইনের খসড়াটি পর্যালোচনা করে সেখানে শব্দ পরিবর্তন কিংবা প্রত্যাহার করে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, খসড়াটি কে তৈরি করেছেন কিংবা এটি প্রেসিডেন্ট অথবা রাষ্ট্রীয় উপদেষ্টার নির্দেশ মোতাবেক তৈরি করা হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।
সূত্র: ওয়াশিংটন পোস্ট