সিরিয়ায় বিদ্রোহীদের রকেট হামলায় নিহত ৩৫
সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি একটি ব্যস্ত মার্কেটে এক রকেট হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
পুলিশকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কাশকৌল এলাকা লক্ষ্য করে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘৌটা থেকে ওই রকেট হামলা চালানো হয়েছে।
তারা জানাচ্ছে, ভিন্ন আরেক হামলায় ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।
সিরিয়ান বাহিনি এক মাসে পূর্ব ঘৌটা আকাশ ও স্থলপথে হামলা জোরদার করে। বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকে কঠোর জবাব দেয়া শুরু হয়।
সিরিয়ান সেনাবাহিনী ও তাদের মিত্রদের ভারি বোমাবর্ষণের ঘটনায় কমপক্ষে এক হাজার চারশ’ বেসামরিক লোক নিহত হয়েছেন। আর পালিয়ে গেছেন আরও ৫০ হাজার মানুষ।
এর আগে অধিকারকর্মীরা জানায়, সন্দেহভাজন এক রাশিয়ান বিমান হামলায় ১৯ জন নিহত হয়। তাদের মধ্যে ১৫ জন শিশু আর চারজন নারী। নিহত ব্যক্তিরা বিদ্রোহী নিয়ন্ত্রিত আরবিন শহরে একটি স্কুলের আন্ডারগ্রাউন্ডে আশ্রয় নিয়েছিলেন।
এদিকে জাতিসংঘের সাহায্য সংস্থাগুলো পূর্ব ঘৌটায় ‘এত ব্যাপক মাত্রায় বাস্তুচ্যুতির’ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। অধিকাংশ শিশুই অপুষ্টি, পাঁচড়া, ডায়রিয়া ও শ্বাসজনিত সংক্রমণে ভুগছে।