শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 24 March, 2018 14:12

আফগানিস্তানে স্টেডিয়ামের বাইরে বোমার বিস্ফোরণে নিহত ১৩

আফগানিস্তানে স্টেডিয়ামের বাইরে বোমার বিস্ফোরণে নিহত ১৩
ছবি: সিএনএন
মেইল ডেস্ক :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সরকারের একজন কর্মকর্তা বলেছেন, একটি স্টেডিয়ামের বাইরে চালানো ওই হামলায় আরও ৩৫ জন আহত হয়েছেন। 

হেলমান্দ প্রদেশের লস্কর গাহ এলাকার ওই স্টেডিয়ামের বাইরে এই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ওই হামলার সময় স্টেডিয়ামের ভেতরে একটি রেসলিং ম্যাচ চলছিল। 

প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জওয়াক বলেছেন, হতাহতরা সবাই বেসামরিক ব্যক্তি।

লস্কর গাহ এলাকায় কার্যক্রম চালায় ইতালিয়ান মানবিক সাহায্য সংস্থা ইমারজেন্সি বলছে, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে সেবা দিয়েছে।

সংস্থাটি এক টুইট বার্তায় জানিয়েছে, আমরা আমাদের অফিস থেকেই বিস্ফোরণে শুনতে পাই। ৩৫ জনকে আহত অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে। আর চারজনকে মৃতাবস্থায় নিয়ে আসা হয়েছে। 

কয়েক দিন আগেই আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় ২৯ জন নিহত হয়।

এদিকে আফগানিস্তানে জাতিসংঘের সহযোগী মিশন শুক্রবারের ওই হামলার নিন্দা জানিয়েছে। তারা এক টুইটে লিখেছে, বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

উপরে