৬ কোটি মানুষকে ইহুদি ধর্মে রূপান্তরিত করতে প্রচারণা ইসরায়েলের
ইসরায়েলের প্রচারণা চালাতে বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মের বঞ্চিত শ্রেণী কে উদ্দেশ্য করে ‘কৌশলগত পরিকল্পনা’ হাতে নিয়েছে দেশটির সরকার।
যার মধ্য দিয়ে ইহুদি ধর্মের প্রতি অনুরাগী প্রায় ৬ কোটি মানুষ ইহুদি ধর্মে রূপান্তরিত হতে পারে বলে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ইহুদি-বিদ্বেষ দূর করতে ইহুদিবাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন তাদের ভাষা, ইসরায়েলে অভিবাসন ব্যবস্থা দেয়া ইত্যাদি সিদ্ধান্ত নেয়া হয়েছে সরকার থেকে। যেসকল ব্যক্তিদের পূর্বপুরুষ ইহুদিবাদে বিশ্বাসী ছিলেন বিশেষ করে স্পেন ও পর্তুগালের ম্যারানস জাতি যারা পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হন, এধরনের জনগণকেও দেশটির আইন অনুযায়ী অভিবাসন ব্যবস্থা করে দেয়া হবে।
গোঁড়া ইহুদি, ইসরায়েলে ফেরত আসার অনুমতি চেয়েছে এমন জনগণ, ইহুদি নয় কিন্তু ধর্মটির প্রতি আনুগত্যতা প্রকাশ করে, ইহুদিদের আত্মীয় কিন্তু ইহুদি নয়, ভবিষ্যতে ইহুদি ধর্মগ্রহণ করতে পারে এমন জনগণও এ অভিবাসনের আওতায় পড়বে বলে জানান দেশটির সরকার।
যদিও এধরণের বিষয়টির সমালোচনা করে ইসরায়েলের ধর্মীয় নেতারা। তাদের মতে ইহুদিবাদে মিশনারির কোনো অংশ নেই। অন্য ধর্ম থেকে রূপান্তর করার মত কোনো বিষয় ইহুদি ধর্মে নেই বলেও জানান তারা।