শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 March, 2018 01:14

জ্বলন্ত চীনা স্পেসল্যাব শনিবার পৃথিবীতে ফিরবে!

জ্বলন্ত চীনা স্পেসল্যাব শনিবার পৃথিবীতে ফিরবে!
মেইল ডেস্ক :

আগামী শনিবার চীনা স্পেসল্যাব ‘তিয়ানগন-১’ পৃথিবীতে ফিরতে পারে বলে মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। 

পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময় স্পেসল্যাবটিতে আগুন লেগে যাবে এবং জ্বলতে জ্বলতে পৃথিবীতে প্রবেশ করবে।

ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসা জানিয়েছে শনিবার এবং রোববারের মাঝামাঝি সময়ে স্পেসল্যাবটি পৃথিবীতে প্রবেশ করতে যাচ্ছে। এদিকে চীনের মহাকাশ গবেশনা সংস্থা স্পেসল্যাবের পৃথিবীতে প্রবেশের সম্ভাব্য সময়সীমা এগিয়ে এনেছে। তারা আগে ৪ এপ্রিল সম্ভাব্য সময়সীমা বললেও এখন বলছে আগামী ১ থেকে ২ এপ্রিল পৃথিবীতে প্রবেশ করতে পারে তিয়ানগন-১।

বৃহস্পতিবারের সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের তৈরী প্রথম এই স্পেসল্যাবটি ভূপৃষ্ঠের ১২২ মাইল উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করছিল। এই ঘটনাকে চীনের জন্য অপমানজনক মনে করা হলেও চীন এ ধরণের প্রকল্প থেকে সরে আসেনি। ২০১৬ সালে দেশটি তিয়ানগন-২ স্পেসল্যাবকে সফলতার সাথে পৃথিবীর কক্ষপথে প্রেরন করে।

অস্ট্রেলিয়ায় অবস্থিত ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ এর টেকনিক্যাল ডিরেক্টর মার্কাস ডলেনস্কি জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তিয়ানগন অবতরনের সময় বড় রকমের আগুনের গোলা দেখতে পাবেন। সেসময় আকাশ মেঘমুক্ত থাকবে। 

তবে এই ঘটনায় কোন হতাহত হবার সম্ভাবনা নেই বললেই চলে। তিয়ানগন-১ স্পেসল্যাবটির দৈর্ঘ্য ১২ মিটার এবং এর ব্যাসার্ধ্য ৩.৩ মিটার। এর ভর ৮.৫ টন। 

২০১৩ সালে এই ল্যাবটিকে পরিত্যাক্ত করা হয়। এবং ২০১৬ সাল থেকে ল্যাবটির সঙ্গে পৃথিবীর কোন যোগাযোগ নেই। তিয়ানগন শব্দের অর্থ ‘স্বর্গের প্রাসাদ’। 

উপরে