শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 April, 2018 00:56

পূর্ব ঘৌতা স্বাধীন, সাত বছর পর হাইওয়ে উন্মুক্ত

পূর্ব ঘৌতা স্বাধীন, সাত বছর পর হাইওয়ে উন্মুক্ত
মেইল ডেস্ক :

সিরিয়ার পূর্ব ঘৌতা স্বাধীন হয়েছে এবং প্রায় ৭বছর পর প্রধান হাইওয়ে খুলে দেয়া হয়েছে বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। 

রাজধানী দামেস্কের সাথে যোগাযোগ করার হাইওয়েটি প্রায় সাত বছর ধরে বন্ধ ছিল যা এখন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’।

স্পুটনিক সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাতকারে সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ‘আমরা একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে রাশিয়ার সৈন্য ও সহযোগী অন্যান্য যোদ্ধাদের সহযোগিতায় এলাকাটি পূনর্দখল করেছি। রাজধানী দামেস্কের নিকটবর্তী গুরুত্বপূর্ণ এ জেলাটি এখন সম্পূর্ণ স্বাধীন ও জনসাধারণের জন্য উন্মুক্ত।’

সন্ত্রাসীদের আস্তানা, অস্ত্রাগার ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধ্বংস করার পর তাদের এ এলাকাটি থেকে সম্পূর্ণরুপে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছে সামরিক কর্মকর্তারা। তবে এখনো অভিযান চলছে যা পার্শবর্তী শহর দুমায় কিছু কিছু স্থানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে চুরান্তভাবে পরাজিত করা পর্যন্ত অব্যাহত থাকবে বলে সেনারা জানিয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২০১২ সালে এলাকাটি দখলে নিয়ে তাদের খেলাফাত ঘোষণা করে এবং প্রায় সাত বছর তাদের নিয়ন্ত্রণেই ছিল। এ বছরের ফেব্রুয়ারি থেকে সরকারি বাহিনী রাশিয়া ও মিত্র শক্তিদের সহযোগিতায় পূণরুদ্ধার অভিযান শুরু করলে ক্রমান্বয়ে পুরো এলাকা দখলমুক্ত করতে সক্ষম হয় সিরিয়ার সেনারা।

সিরিয়ার সেনা এমন একটি সময় ঘোষণাটি দিল যখন এখানকার যুদ্ধ বন্ধ করে দেশে ফিরে যাওয়া সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সেনারা।

উপরে