প্রশান্ত মহাসাগরের কাছে আছড়ে পড়লো চীনা স্পেসল্যাব
প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পরেছে চীনা পরিত্যাক্ত স্পেসল্যাব ‘তিয়ানগন-১’। সোমবার আন্তর্জাতিক সময় রাত ১২ টা ১৬ মিনিটে তাহিতির কাছে স্পেসল্যাব পড়ে।
২০১১ সালের সেপ্টেম্বরে এই ‘প্রোটোটাইপ’ মহাকাশ গবেষণা কেন্দ্র উৎক্ষেপণ করে চীন। ২০২২ সালে চীনের স্থায়ী মহাকাশ স্টেশন উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে। চীনা আনমেনড স্পেস এজেন্সি জানিয়েছে, বেইজিং সময় সকাল ৮ টা ১৫ মিনিটে ল্যাবটি পৃথিবীতে আছড়ে পরে।
যুক্তরাষ্ট্রের সাবেক মহাকাশচারী লেরয় চিয়াও সিএনএনকে বলেন, ‘যদি পুনরায় পৃথিবীতে প্রবেশের সময় চীনা স্পেস ল্যাবটির কোন অংশ টিকে থাকে আমি খুব অবাক হবো। তিয়ানগন-১ মহাকাশযানের মতো বড় নয়। এর কোন তাপরোধী আবরণও ছিলোনা। তাই এর কোন অংশ পাবার কোন সম্ভাবনাই নেই। তিনি আরো বলেন, ‘এর কোন অংশ যদি কোনভাবে টিকেও যায় সেটি এখন সাগরতলে অবস্থান করছে’।
২০১৩ স্পেসল্যাবটি সর্বশেষ ব্যবহৃত হয়। তখন ৩ জনের একটি দল ল্যাবটিতে ১২ দিন অবস্থান করে। নারী নভোচারী ওয়াং ইয়াপিং সেসময় মহাকাশ থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেন।
২০১৭ সালে চীন সরকার জাতিসংঘকে জানায়, ২০১৭ সালের মে মাস থেকে স্পেস ল্যাবটির সাথে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন ছিল।