সন্তান জন্ম দিলেন ফিনল্যান্ডের তৃতীয়লিঙ্গের ব্যক্তি!
এবার সন্তান জন্ম দিয়েছেন ফিনল্যান্ডের তৃতীয়লিঙ্গের ব্যক্তি। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমসংস্থা জানায়, পারিবারিক নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় লিঙ্গের ব্যক্তিটি ফিনল্যান্ডের সর্বপ্রথম নারী থেকে পুরুষ হওয়ার জন্য স্বেচ্ছায় হরমোনাল থেরাপি নেন।
সন্তান জন্ম দেওয়ার পর তৃতীয়লিঙ্গের ব্যক্তিটি গণমাধ্যমে তার বক্তব্যে জানায়, তার সন্তানটি সম্পূর্ণ নিরাপদভাবে জন্মেছে। জন্মগ্রহণের সময় তার সন্তানের ওজন ৪ কিলোগ্রাম ও ৫৩ সেন্টিমিটার লম্বা ছিলো। দেশটির আইনানুসারে ৩০ বছর বয়সী এই নারী ২০১৫ সাল থেকে স্বেচ্ছায় পুরুষ হওয়ার জন্য হরমনাল থেরাপি নিলেও তিনি গর্ভবতী হবার আগে লিঙ্গ পরিবর্তন অপারেশন থেকে বিরত ছিলেন।
ফিনল্যান্ডের আইনানুযায়ী একজন লিঙ্গ পরিবর্তনে ইচ্ছুককে প্রথমত নিজের লিঙ্গ পরিবর্তনের জন্য সক্ষম হিসেবে প্রমাণ দিতে হয়। লিঙ্গ পরিবর্তনের পর তিনি গণমাধ্যমকে জানান, তিনি নিজের ইচ্ছায় তার লিঙ্গ পরিবর্তন করিয়েছেন। এই বিষয়ে তিনি সমাজকে তোয়াক্কা করেন না। তার স্বামীও তাকে মনোবলের দিক দিয়ে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন।
প্রসঙ্গত, ফিনল্যান্ড সর্বোপ্রথম রাষ্ট্র যা নারী ও পুরুষকে তাদের লিঙ্গ পরিবর্তনে আইনি সহায়তা দিয়ে থাকে।