শিরোনাম
অর্ন্তবর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর শ্রীলঙ্কায় আগাম ভোটে বড় জয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়ার জোট নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 April, 2018 22:51

আরব লীগ সম্মেলনে যোগ দিচ্ছে কাতার

আরব লীগ সম্মেলনে যোগ দিচ্ছে কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়া আল খাতের
মেইল রিপোর্ট :

এপ্রিলের শেষ দিকে সৌদি আরবে আরব লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানোর পর তাতে সাড়া দিয়েছে কাতার। 

কাতারের ওপর সৌদি জোটের অবরোধ আরোপ হয় গত বছর জুন মাসে। এরপর সৌদি আরব, আমিরাত, মিসর ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কাতারের। কাতারের পাশে তুরস্ক ও ইরান এসে দাঁড়ানোর পাশাপাশি আলোচনার মধ্যে দিয়ে এধরনের সংকট দূর করার তাগিদ আসে আন্তর্জাতিক বিশ্ব থেকে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও ইরানের সঙ্গে বিশেষ সম্পর্কের অভিযোগে সৌদি জোট কাতারের ওপর অবরোধ আরোপের পর এই প্রথম দেশটি আরব লীগ সম্মেলনে যোগ দিতে যাচ্ছে। মিডিল ইস্ট মনিটর

কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়া আল খাতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার দেশ আরব লীগের আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে দেশটির কোন পর্যায়ের নেতা আরব লীগ সম্মেলনে যোগ দিতে যাবেন তা এখনো ঠিক হয়নি। গত মাসে মিসরে আরব লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে যোগ দেয় কাতারের প্রতিনিধি দল। এর আগে নিউইয়র্কে গাজার মানবিক সংকট নিয়ে ইসরায়েল সহ একাধিক আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে কাতার অংশ নেয়। কাতার শুরা কাউন্সিলকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেছেন, যেখানেই আরব লীগ সম্মেলন হোক কাতার তাতে যোগ দেবে।

কাতার সংকটের একটা সুরাহার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতমধ্যে কাতারের আমির ও সৌদি আরবের বাদশাহর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এদিকে অবরোধ মোকাবেলায় কাতার বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে।

উপরে