আরব লীগ সম্মেলনে যোগ দিচ্ছে কাতার
এপ্রিলের শেষ দিকে সৌদি আরবে আরব লীগের সম্মেলনে আমন্ত্রণ জানানোর পর তাতে সাড়া দিয়েছে কাতার।
কাতারের ওপর সৌদি জোটের অবরোধ আরোপ হয় গত বছর জুন মাসে। এরপর সৌদি আরব, আমিরাত, মিসর ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় কাতারের। কাতারের পাশে তুরস্ক ও ইরান এসে দাঁড়ানোর পাশাপাশি আলোচনার মধ্যে দিয়ে এধরনের সংকট দূর করার তাগিদ আসে আন্তর্জাতিক বিশ্ব থেকে। কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও ইরানের সঙ্গে বিশেষ সম্পর্কের অভিযোগে সৌদি জোট কাতারের ওপর অবরোধ আরোপের পর এই প্রথম দেশটি আরব লীগ সম্মেলনে যোগ দিতে যাচ্ছে। মিডিল ইস্ট মনিটর
কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লুলওয়া আল খাতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার দেশ আরব লীগের আমন্ত্রণ গ্রহণ করেছে। তবে দেশটির কোন পর্যায়ের নেতা আরব লীগ সম্মেলনে যোগ দিতে যাবেন তা এখনো ঠিক হয়নি। গত মাসে মিসরে আরব লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে যোগ দেয় কাতারের প্রতিনিধি দল। এর আগে নিউইয়র্কে গাজার মানবিক সংকট নিয়ে ইসরায়েল সহ একাধিক আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে কাতার অংশ নেয়। কাতার শুরা কাউন্সিলকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেছেন, যেখানেই আরব লীগ সম্মেলন হোক কাতার তাতে যোগ দেবে।
কাতার সংকটের একটা সুরাহার জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতমধ্যে কাতারের আমির ও সৌদি আরবের বাদশাহর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এদিকে অবরোধ মোকাবেলায় কাতার বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে।