শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 April, 2018 02:08

লন্ডনে ৯০ মিনিটে ছয় ছুরি হামলা, জরুরি বৈঠকে পুলিশ

লন্ডনে ৯০ মিনিটে ছয় ছুরি হামলা, জরুরি বৈঠকে পুলিশ
মেইল ডেস্ক :

লন্ডনে মাত্র ৯০ মিনিটের ব্যবধানে ৬ টি ছুরি হামলার ঘটনার পর কমিউনিটি নেতাদের জরুরি বৈঠক ডেকেছে পুলিশ। ছুরি অপরাধ ঠেকানোর চেষ্টাতেই এ উদ্যোগ।

মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, পুলিশ স্পষ্টতই একা ছুরি হামলা ঠেকাতে পারছে না। সেকারণে এখন কমিউনিটির লোকজনদের সাথে নিয়ে নগরীর সুরক্ষা ব্যবস্থা করতে যা কিছু করা সম্ভব তার সবই করা হবে।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাড়তে থাকা ছুরি হামলার মধ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র ৯০ মিনিটের ব্যবধানে ছয় তরুণের ওপর ছুরি হামলার ঘটনা ঘটেছে।

পূর্ব লন্ডনের নিউহ্যামে ছুরিকাঘাতে মারাত্মক জখম হয়েছে ১৩ বছরের এক কিশোর। এর আগে মাইল এন্ড এলাকায় ছুরিকাঘাতের আরেক ঘটনায় ১৫ বছরের দুই কিশোর মারাত্মক জখম হয়।

পশ্চিম লন্ডনের ইলিং ব্রডওয়েতে সন্ধ্যা ৭ টার দিকে আরেক তরুণ ছুরিকাঘাতের শিকার হয়। ইস্ট ইন্ডিয়া ডক এলাকায় ছুরিকাহত অবস্থায় পাওয়া যায় ১৫ বছরের আরেক কিশোরকে।

ওয়ামস্টোর বিলেট রোডে ২০ বছরের কাছাকাছি বয়সের একজন ছুরিকাহত হওয়ার পরই একের পর এক ছুরি হামলাগুলো ঘটে।

বিশ্বে অপরাধ প্রবণতার দিক থেকে লন্ডন তুলনামূলক নিরাপদ বলে গণ্য হলেও এখন পরিস্থিতি পাল্টেছে। সহিংস খুনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ককেও ছাড়িয়ে গেছে লন্ডন। যে নিউ ইয়র্ক দীর্ঘদিন ধরে বিশ্বে বিপজ্জনক শহর হিসাবে পরিচিত।

এ বছর ফেব্রুয়ারি এবং মার্চে ইতিহাসে প্রথমবারের মত খুনের হার নিউ ইয়র্কের চেয়ে বেশি দেখা গেছে লন্ডনে। তার ওপর এ সপ্তাহে আরো হামলার ঘটনায় এবছর খুনের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫০ জনে। এর মধ্যে ৩০ জনই ছুরি হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একাধারে ৬ টি ছুরি হামলা বাড়তে থাকা অপরাধ প্রবণতায় আরেক নতুন মাত্রা যোগ করেছে। ২০১০/১১ সালের পর বর্তমান সময়ই ইংল্যান্ড এবং ওয়েলস এ প্রাণঘাতী ছুরি হামলা সবচেয়ে বেশি ঘটছে।

আর ছুরি হামলাসহ অন্যান্য সহিংসতা প্রকট আকার ধারণ করেছে রাজধানী লন্ডনে। নগরীর নিরাপত্তা পরিস্থিতি স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

লন্ডন পুলিশের প্রধান ক্রেসিডা ডিক বলেছেন, সম্প্রতি ছুরি হামলার বাড়াবাড়িতে তিনি ক্ষুব্ধ। তবে তারপরও লন্ডন এখনো তুলনামূলকভাবে নিরাপদ আছে বলেই তিনি মনে করেন।

ইভেনিং স্ট্যান্ডার্ড পত্রিকায় ডিক বলেন, “পরিস্থিতির বিচারে আমি খুশী নই। বাড়াবাড়ি রকমের অপরাধ হচ্ছে। তবে লোকজন যা বলছে ততটা মহামারি আকার এখনো ধারণ করেনি।”

উপরে