তৃতীয় লিঙ্গের জন্য প্রথম স্কুল খুলছে পাকিস্তান
সামাজিক সংস্কারের পথ ধরে দক্ষিণ এশিয়ার কট্টর রক্ষণশীল দেশ পাকিস্তান প্রথমবারের মতো দেশটির তৃতীয় লিঙ্গের মানুষদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ট্রেনিং ইনস্টিটিউট খুলতে যাচ্ছে।
‘দ্য জেন্ডার গার্ডিয়ান’ নামক স্কুলটিতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার ব্যবস্থা থাকবে। আগামী ১৫ এপ্রিল স্কুলটির উদ্বোধন করা হবে। ‘এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন’ নামক একটি এনজিও স্কুলটি প্রতিষ্ঠা করে। সংস্থাটি ইসলামদাদ ও করাচিতে স্কুলটির আরও দুটি শাখা খুলবে বলে জানায়।
শিক্ষাদানের পাশাপাশি ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, মোবাইল-কম্পিউটার মেরামত ইত্যাদি নানারকম কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা থাকবে স্কুলটিতে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় লিঙ্গের গোষ্ঠী থেকে ৪০ জনেরও বেশি উৎসাহী ইতোমধ্যেই স্কুলটিতে ভর্তির জন্য নিবন্ধন করেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির উদ্বোধন হবার কথা রয়েছে।